বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতে হাসপাতালে যাবেন।
বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যাবেন তিনি।
চেয়ারপারসন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ফলাফল কারচুপি-পাঁয়তারার প্রতিবাদে রাত ১১টা শাহবাগ জাতীয় জাদুঘর সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
এর আগে, গত ২৮ আগস্ট রাত পৌনে ৮টার দিকে খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে গিয়েছেন। সেখানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা শেষে ওইদিন রাত ১১টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি।