দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় আগামী অক্টোবরে ভারতে অনুষ্ঠিতব্য দাবা বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেও আর্থিক সংকটে পড়েছিলেন। দীর্ঘদিন চেষ্টা করেও সহায়তা না পেয়ে শেষ পর্যন্ত আশার আলো দেখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার মানবিক উদ্যোগে।
নীড়ের মা মৌমন রেজা জানান, তিনি ছেলের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় সহায়তা চেয়েও ব্যর্থ হন। অবশেষে গত ১৩ অক্টোবর ফোন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়াকে। ফোনে তিনি ডিসির কাছে ২০২৫ সালের দাবা বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আর্থিক সহায়তা চান।
জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বিষয়টি জানার পর বলেন, নারায়ণগঞ্জ জেলার এমন একজন কৃতি সন্তান যেন আর্থিক সংকটে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে না পারে, এটা মেনে নেওয়া যায় না। তিনি নীড় ও তার মাকে জেলা প্রশাসকের কার্যালয়ে দেখা করতে বলেন।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে মনন রেজা নীড় তার মা মৌমন রেজাকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় জেলা প্রশাসক নীড়ের এই অর্জনের ভূয়সী প্রশংসা করে বলেন, নীড়ের অর্জন শুধু নারায়ণগঞ্জ নয়, পুরো বাংলাদেশের গর্ব। এই ক্ষুদে আন্তর্জাতিক মাস্টার দেশের মুখ উজ্জ্বল করেছে।
তিনি তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতেও যে কোনো সুযোগে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
নীড়ের মা মৌমন রেজা আবেগাপ্লুত কণ্ঠে সাংবাদিকদের বলেন, ডিসি স্যার আসার পর এই প্রথম যোগাযোগ করলাম। মাত্র একবার ফোন দিয়েছিলাম, উনি সঙ্গে সঙ্গে দেখা করতে বললেন। আমরা জ্যামে পড়ে দেরিতে পৌঁছালেও উনি আমাদের জন্য অফিসে অপেক্ষা করেছেন। ব্যস্ততার মাঝেও দীর্ঘক্ষণ কথা বলে খোঁজ নিয়েছেন। প্রথম দেখাতেই ৫০ হাজার টাকা সহায়তা দিয়েছেন—যেটা আমরা কল্পনাও করিনি। এমন অমায়িক ও মানবিক ডিসি আমি এই জেলায় দেখিনি।
নীড় বলেন, আজ ডিসি স্যারের কাছে গিয়েছিলাম। তিনি অনেক আন্তরিক মানুষ। আমার মাথায় হাত রেখে শুভকামনা জানিয়েছেন। প্রথম দেখাতেই আমার খেলতে যাওয়ার বিষয়টি যেভাবে গুরুত্ব দিয়ে সহায়তা করলেন, তাতে আমি অভিভূত। প্রতিভাবান খেলোয়াড়দের প্রতি তার এমন সম্মান আমাকে অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, আমি আসন্ন দাবা বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী সর্বকনিষ্ঠ বাংলাদেশি খেলোয়াড়। এটি আমার জীবনের এক বড় অর্জন ও মাইলফলক। বিশ্বমঞ্চে নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য একদিকে সম্মান, অন্যদিকে একটি বিশাল দায়িত্ব।
প্রসঙ্গত, ২৩ বছর পর আবার দাবা বিশ্বকাপের আসর বসছে ভারতে। আসন্ন ফিডে দাবা বিশ্বকাপ ২০২৫ অনুষ্ঠিত হবে ভারতের গোয়া রাজ্যে। ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। যেখানে ৯০টি দেশের ২০৬ জন গ্র্যান্ডমাস্টার অংশগ্রহণ করবেন। বিশ্ব দাবার নিয়ামক সংস্থা ফিডে (FIDE)-এর আয়োজনে অনুষ্ঠিত হবে এই জমকালো আসর।