বরিশাল ব্যুরো :
বিশ্ব খাদ্য দিবস ২০২৫ উপলক্ষ্যে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি এবং প্রান্তজন, বাংলাদেশের সকল মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করতে ‘খাদ্য অধিকার আইন’ প্রণয়নের দাবিতে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালী করে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, খাদ্য মানুষের মৌলিক চাহিদা হলেও, এটি এখনো মৌলিক অধিকারের মর্যাদা পায়নি। বাংলাদেশ সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদে খাদ্যকে মৌলিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও, তা বাস্তবায়নে কোনো আইনি কাঠামো নেই। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ২০০৪ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রণীত ‘ভলেন্টারি গাইডলাইন অন দ্য রাইট টু ফুড অ্যান্ড নিউট্রিশন’ অনুসরণ করে ব্রাজিল, ভারত, নেপালসহ বিশ্বের অনেক দেশ খাদ্য অধিকার বিষয়ক আইন বা সাংবিধানিক বিধান গ্রহণ করেছে। বাংলাদেশেও ২০০৮ সাল থেকে নাগরিক সমাজের পক্ষ থেকে এই আইনের দাবি জানানো হচ্ছে।