রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পরাজিতরা মিলনমেলার আয়োজন করেছেন। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় ও বিভিন্ন হলের পরাজিত প্রার্থীরা অংশ নেন।
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের পরাজিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, আমরা এখানে এক হয়েছি একটি উদ্দেশ্য নিয়ে, যাতে আমাদের ক্যাম্পাস সুন্দর, নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে পারি একসাথে। আমাদের এই আয়োজন সকল পরাজিত প্রার্থীদের নিয়ে। পরাজিত হলেও আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার। যারা বিজয়ী হয়েছেন তারা যেন আগামী এক বছর তাদের ইশতেহারগুলো সঠিকভাবে বাস্তবায়ন করেন সেগুলোর জবাবদিহিতা ও তদারকি করার দায়িত্ব আমাদের।
তিনি আরও বলেন, আমি বিজয়ী ভিপি প্রার্থীকে বলতে চাই- মুস্তাকুর রহমান জাহিদ ভাই বলেছিলেন আমরা যেই জয়ী হই সকলে মিলে একসঙ্গে কাজ করব। তিনি যেন তার কথা রাখেন। আমরা সকলে একসাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সুন্দর করে গড়তে চাই।
পরাজিত স্বতন্ত্র এজিএস প্রার্থী শাহ পরান বলেন, কিছু মানুষ ছড়িয়েছে যে আমরা হেরে গিয়ে কান্নাকাটি করতেছি। ওই কান্নার স্বরটা দেখানোর জন্যই আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনটা মূলত সবাই যেন একত্রিত হতে পারে তার জন্য। আমরা আয়োজনের মধ্যে খেলাধুলা, খাওয়া-দাওয়া ও গান-বাজনা করবো।