ঢাকা ১১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বাউফলে নিখোঁজের ১ দিন পরে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাহিদ মৃধা (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত দেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশু শিক্ষার্থী নাহিদের মৃত দেহ উদ্ধার করা হয়।

নিহত নাহিদ মৃধা কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল এলাকার নিজাম মৃধার ছোট ছেলে। তার মাতার নাম সালমা বেগম। নাহিদ উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (১৮ই অক্টোবর) সকাল থেকেই নাহিদের নিখোঁজের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে, নাহিদের বাবা নিজাম মৃধা ও তাঁর মা সালমা বেগম এলাকাসহ সকল আত্মীয় স্বজনদের কাছে অনেক খোজাখুজি করেও কোনো সন্ধান মেলেনি। রবিবার (১৯ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে ওই এলাকার স্থানীয় কয়েকজন লাশটি ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উপরে উঠায়।

শিশু শিক্ষার্থী নাহিদের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আখতারুজ্জামান সরকার বলের, বিষয়টি খোজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শাহজালালে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি

বাউফলে নিখোঁজের ১ দিন পরে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রকাশিত : ০৮:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বরিশাল প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাহিদ মৃধা (৭) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত দেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দক্ষিণ পাশের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় শিশু শিক্ষার্থী নাহিদের মৃত দেহ উদ্ধার করা হয়।

নিহত নাহিদ মৃধা কাছিপাড়া ইউনিয়নের উত্তর পাকডাল এলাকার নিজাম মৃধার ছোট ছেলে। তার মাতার নাম সালমা বেগম। নাহিদ উত্তর পাকডাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (১৮ই অক্টোবর) সকাল থেকেই নাহিদের নিখোঁজের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে, নাহিদের বাবা নিজাম মৃধা ও তাঁর মা সালমা বেগম এলাকাসহ সকল আত্মীয় স্বজনদের কাছে অনেক খোজাখুজি করেও কোনো সন্ধান মেলেনি। রবিবার (১৯ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে ওই এলাকার স্থানীয় কয়েকজন লাশটি ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উপরে উঠায়।

শিশু শিক্ষার্থী নাহিদের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আখতারুজ্জামান সরকার বলের, বিষয়টি খোজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।