কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নবীনবরণ অনুষ্ঠানের নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। ঘটনার পর অভিযান চালিয়ে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনাও ঘটেছে। আহতদের মধ্যে তিনজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহত কেউই ভিক্টোরিয়া কলেজের নিয়মিত শিক্ষার্থী নয়।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঢাকা পোস্ট-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুপুরে কলেজের উচ্চ মাধ্যমিক শাখার ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীন ও সিফাতের কথা কাটাকাটি হয়। এ নিয়ে সিফাত, ফাহাদকে মারধরের হুমকি দেয় এবং একপর্যায়ে ফাহাদ ও সিফাতের মধ্যে মারামারি বেধে যায়।
সিফাত তার বহিরাগত বন্ধুদের ডেকে আনে এবং তারাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সিফাত নিজেও ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে মোট পাঁচজন আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহিনুল ইসলাম বলেন, ঘটনাটি দুপুরে ঘটলেও আমরা সন্ধ্যার একটু আগে খবর পেয়েছি। নবীনবরণ অনুষ্ঠানের নেতৃত্ব নিয়ে এই ঘটনা ঘটেছে। সংঘর্ষে জড়িত বহিরাগতরা কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে। ঘটনার পর অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।