ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মশাল মিছিল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজ ক্যাম্পাসে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২০ অক্টোবর) নর্থ বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা কলেজ ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার শিক্ষার্থীরা।

মশাল মিছিলে অংশ নেন এক হাজারেরও বেশি শিক্ষার্থী। এসময় তাদের ‘তিস্তা বাঁচাও, দেশ বাঁচাও’, ‘টালবাহানা নয়, এখনই তিস্তা বাস্তবায়ন চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, তিস্তা শুধু একটি নদী নয়, বরং এটি উত্তরবঙ্গের মানুষের প্রাণ, জীবিকা ও স্বপ্নের প্রতীক। শুষ্ক মৌসুমে নদীটি মৃতপ্রায় হয়ে পড়ায় কৃষকরা সেচের পানি না পেয়ে দিশেহারা আর বর্ষায় ভাঙনে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও ফসলের জমি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন মানে উত্তরবঙ্গের কৃষকের মুখে হাসি ফিরিয়ে আনা।

ঢাকা কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন মানে কৃষক বাঁচানো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করা।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস এবং সাবেক সদস্য আমিরুল ইসলাম লিওন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজে মশাল মিছিল

প্রকাশিত : ০৮:৩৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকা কলেজ ক্যাম্পাসে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২০ অক্টোবর) নর্থ বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ঢাকা কলেজ ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার শিক্ষার্থীরা।

মশাল মিছিলে অংশ নেন এক হাজারেরও বেশি শিক্ষার্থী। এসময় তাদের ‘তিস্তা বাঁচাও, দেশ বাঁচাও’, ‘টালবাহানা নয়, এখনই তিস্তা বাস্তবায়ন চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে ও প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা গেছে।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, তিস্তা শুধু একটি নদী নয়, বরং এটি উত্তরবঙ্গের মানুষের প্রাণ, জীবিকা ও স্বপ্নের প্রতীক। শুষ্ক মৌসুমে নদীটি মৃতপ্রায় হয়ে পড়ায় কৃষকরা সেচের পানি না পেয়ে দিশেহারা আর বর্ষায় ভাঙনে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও ফসলের জমি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন মানে উত্তরবঙ্গের কৃষকের মুখে হাসি ফিরিয়ে আনা।

ঢাকা কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন মানে কৃষক বাঁচানো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করা।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান আনিস এবং সাবেক সদস্য আমিরুল ইসলাম লিওন।