দুমকি প্রতিনিধিঃ
চলো করি বৃক্ষ রোপন- গড়ে তুলি সবুজ ভুবন এ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের তালুকদার বাজারে একতা স্মৃতি সংসদের উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় তালুকদার বাজারে আয়োজিত উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ শামীম তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বঙ্গ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মাওলানা হারুন অর রশিদ। সদস্য আবু জাফর মৃধা, মোঃ কামাল হোসেন হাওলাদার, মোঃ সুলাইমান মৃধা প্রমুখ।
অনুষ্ঠানে শতাধিক অসহায় গরীবের মধ্যে আম,কাঠাল, লিচু ও লেবু চারা বিতরণ করা হয়।