দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে এতিম খানা মাদ্রাসার এতিম ছাত্রদের ও এলাকার দুস্থদের মাঝে বিনামূল্যে আলু বিতরণ করা হয়। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের নির্দেশনায় বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের আহবায়ক মোহাম্মদ নুর ইসলাম মুন্সি দাউদকান্দির দৌলতদি এতিমখানা মাদ্রাসা, নাগেরকান্দি এতিমখানা মাদ্রাসা,শব্দার কান্দি মাদ্রাসা দাউদকান্দি ঈদগা এতিমখানা মাদ্রাসা ,শহীদনগর চাদগাও এতিমখানা মাদ্রাসায় এবং ঢাকারগাও গ্রামে শতাধিক দুস্থদের মাঝে বিনামূল্যে আলু বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ,মোহাম্মদ ফারুক মিয়া মোঃ বোরহান আহমেদ আরিফ প্রধান মোঃ কামাল মাস্টার প্রমুখ । সবজির দাম চড়া তাই বিনামূল্যে দুস্হরা আলু পেয়ে খুবই খুশি।

ডেস্ক রিপোর্ট 






















