ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

ঠিকাদারের তালিকা যাচাই-বাছাই করবে ডিএসসিসি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

দরপত্র আহ্বানের জন্য ঠিকাদার, সরবরাহকারীদের তালিকা থেকে আবেদনগুলো যাচাই বাছাই করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ লক্ষ্যে ইতোমধ্যে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি।

শুক্রবার (২১ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম এ বিষয়ে একটি দপ্তর আদেশ জারি করে কমিটির অনুমোদন দিয়েছেন।

ডিএসসিসি সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, গঠিত কমিটি দরপত্র আহ্বানের জন্য ঠিকাদার, সরবরাহকারীদের তালিকা থেকে আবেদনগুলো যাচাই বাছাই করবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী এবং সদস্য সচিব করা হয়েছে পরিকল্পনা ও নকশা বিভাগের নির্বাহী প্রকৌশলীকে।

কমিটির বাকি সদস্যরা হলেন— ডিএসসিসির অঞ্চল ১ এর নির্বাহী প্রকৌশলী, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী, বিদ্যুৎ সার্কেলের নির্বাহী প্রকৌশলী, যান্ত্রিক সার্কেলের নির্বাহী প্রকৌশলী এবং ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী ইস্রাফিল হোসেন আকন্দ।

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় ডিভাইস ব্যবহার: পটুয়াখালীতে পরীক্ষার্থীসহ তিনজনের কারাদণ্ড

ঠিকাদারের তালিকা যাচাই-বাছাই করবে ডিএসসিসি

প্রকাশিত : ১২:২৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

দরপত্র আহ্বানের জন্য ঠিকাদার, সরবরাহকারীদের তালিকা থেকে আবেদনগুলো যাচাই বাছাই করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ লক্ষ্যে ইতোমধ্যে ৭ সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি।

শুক্রবার (২১ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম এ বিষয়ে একটি দপ্তর আদেশ জারি করে কমিটির অনুমোদন দিয়েছেন।

ডিএসসিসি সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, গঠিত কমিটি দরপত্র আহ্বানের জন্য ঠিকাদার, সরবরাহকারীদের তালিকা থেকে আবেদনগুলো যাচাই বাছাই করবে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী এবং সদস্য সচিব করা হয়েছে পরিকল্পনা ও নকশা বিভাগের নির্বাহী প্রকৌশলীকে।

কমিটির বাকি সদস্যরা হলেন— ডিএসসিসির অঞ্চল ১ এর নির্বাহী প্রকৌশলী, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী, বিদ্যুৎ সার্কেলের নির্বাহী প্রকৌশলী, যান্ত্রিক সার্কেলের নির্বাহী প্রকৌশলী এবং ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী ইস্রাফিল হোসেন আকন্দ।