ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

পবিপ্রবিতে দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ’র ৭ম বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ৭ বার দেখা হয়েছে

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

“উপকুলীয় জীব বৈচিত্র্য ও প্রানীসম্পদের সুরক্ষায় ভেটেরিনারি সায়েন্সের কার্যকর ভূমিকা শক্তিশালীকরণ ” এ প্রতিপাদ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ এর ৭ম বার্ষিক কনফারেন্স উপলক্ষে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫অক্টোবর) সকাল ১০টায় টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত সোসাইটির সভাপতি প্রফেসর ড.মো. আহসানুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস‌এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ, রেজিস্টার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, এএন‌এসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. মোস্তাফিজুর রহমান এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসাইন।


কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মাহাবুব আলম। এসময় কনফারেন্সের সদস্য সচিব ডা. ইব্রাহিম খলিল এবং সিনিয়র সায়েন্টিফিক অফিসার উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
কনফারেন্সে প্রানবন্ত আলোচনা, গবেষণামূলক উপস্থাপন ও গঠনমূলক মতবিনিময়ের মধ্যদিয়ে উপকুলীয় প্রানীসম্পদ খাতের উন্নয়ন ও সম্বনিত প্রচেষ্টাকে আরো বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

পরীক্ষায় ডিভাইস ব্যবহার: পটুয়াখালীতে পরীক্ষার্থীসহ তিনজনের কারাদণ্ড

পবিপ্রবিতে দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ’র ৭ম বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:৪৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

“উপকুলীয় জীব বৈচিত্র্য ও প্রানীসম্পদের সুরক্ষায় ভেটেরিনারি সায়েন্সের কার্যকর ভূমিকা শক্তিশালীকরণ ” এ প্রতিপাদ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দি কোস্টাল ভেট সোসাইটি বাংলাদেশ এর ৭ম বার্ষিক কনফারেন্স উপলক্ষে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫অক্টোবর) সকাল ১০টায় টিএসসি কনফারেন্স কক্ষে আয়োজিত সোসাইটির সভাপতি প্রফেসর ড.মো. আহসানুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস‌এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ, রেজিস্টার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন, এএন‌এসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম, বরিশাল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. মোস্তাফিজুর রহমান এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসাইন।


কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মাহাবুব আলম। এসময় কনফারেন্সের সদস্য সচিব ডা. ইব্রাহিম খলিল এবং সিনিয়র সায়েন্টিফিক অফিসার উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
কনফারেন্সে প্রানবন্ত আলোচনা, গবেষণামূলক উপস্থাপন ও গঠনমূলক মতবিনিময়ের মধ্যদিয়ে উপকুলীয় প্রানীসম্পদ খাতের উন্নয়ন ও সম্বনিত প্রচেষ্টাকে আরো বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।