বরিশাল প্রতিনিধি:
বরিশালে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল জেলা উত্তর ও দক্ষিণ যুবদলের উদ্যোগে সোমবার ২৭ অক্টোবর সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বর থেকে শোভাযাত্রা দুটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে মহানগরসহ জেলার সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো শহর।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, যুবদল গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে।
এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ডেস্ক রিপোর্ট 






















