কিশোরগঞ্জ প্রতিনিধি:
তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের আর্থিক স্বাক্ষরতায় উদ্বুদ্ধ করতে সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি-তে পালিত হচ্ছে তারুণ্য উৎসব। চলমান এ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (২৮ অক্টোবর) কিশোরগঞ্জ রূপালী ব্যাংক পিএলসি শাখায় আয়োজনে ওলীনেওয়াজ খান কলেজে আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি পালিত হয়।
প্রধান অতিথি ছিলেন রুপালী ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো ইকবাল হোসেন খাঁ। তিনি অংশগ্রহণকারী তরুণ-তরুণীদের সঙ্গে ব্যাংকিং সেবার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং আর্থিক শিক্ষার মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার গুরুত্ব তুলে ধরেন।
সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংকের তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মো:রফিকুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ালীনেওয়াজ খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুন্নাহার। বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ কর্পোরেট শাখার এজিএম ম্যানেজার মোহাম্মদ আলী হারেছী, জোনাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল মোহাম্মদ খায়রুল ইসলাম,ব্যাংক কর্মকর্তা মোল্লা গোলাম ফারুক,ওয়ালীনেওয়াজ খান কলেজ শিক্ষক প্রতিনিধি একে মোজাম্মেল হক,মতিউর রহমান, শিক্ষার্থী মো: আব্দুল্লাহ প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও শিক্ষকদের মধ্যে ছাতা বিতরণ করা হয়।
এর আগে অতিথিদেরকে রুপালী ব্যাংকের কর্মকর্তাগণ ফুল দিয়ে বরণ করে নেন। এসময় রুপালী ব্যাংকের কর্মকর্তাগণ,ওয়ালীনেওয়াজ খান কলেজের শিক্ষক শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 























