ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

চসিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণের শুনানি পেছাল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিনসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা চার্জশিট গ্রহণের শুনানি পিছিয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালতে মামলাটির শুনানির ধার্য তারিখ ছিল৷ তবে এদিন আসামিরা আদালতে হাজির না হয়ে আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন করেন৷ শুনানি শেষে আদালত আসামিপক্ষের আবেদন মঞ্জুর করেছেন।

চসিকের পোর্ট কানেক্টিং (পিসি) সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে এই চার্জশিট দাখিল করে। মামলার অভিযোগে বলা হয়, প্রকল্পের নামে প্রায় ২৪ কোটি টাকার ব্যাংক ঋণ নেওয়া এবং ৪ কোটি ৫০ লাখ টাকার সরকারি ক্ষতি করা হয়েছে।

তদন্তে উঠে আসে, প্রধান হিসাবরক্ষক হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় মোহাম্মদ সাইফুদ্দিন ঠিকাদারি প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা দেন। ব্যাংকের হিসাবে অর্থ জমা না দিয়ে তিনি ঠিকাদারদের নামে প্রায় ২৫ কোটি টাকার চেক ইস্যু করেন। ঠিকাদাররা পরে কাজ অসম্পূর্ণ রেখেই উধাও হয়ে যায়। এতে প্রকল্পের কাজ দীর্ঘদিন অচল থাকে এবং নগরবাসী ভোগান্তিতে পড়েন।

দুদকের অনুসন্ধানে আরও দেখা গেছে, ঠিকাদারদের বিল থেকে কেটে নেওয়া প্রায় ৮ কোটি টাকার ভ্যাট ও আয়কর সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করা হয়েছে। চার্জশিটে সাইফুদ্দিন ছাড়াও আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন— কুমিল্লার ব্যবসায়ী মো. জাকির হোসেন, ইউসিবিএল ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. সরোয়ার আলম ও এনআরবি ব্যাংকের কর্মকর্তা মো. তোফায়েল।

২০২২ সালের ১০ মে দুদকের উপপরিচালক মো. আনোয়ারুল হক বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। প্রথম চার্জশিট আদালত গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে নতুন প্রমাণ যুক্ত করে তদন্ত কর্মকর্তা মো. বেনজীর আহমদ সংশোধিত চার্জশিট দাখিল করেন।

জনপ্রিয় সংবাদ

বিমান বাংলাদেশ আন্তর্জাতিক টিকিটে ১৫% ছাড় দিয়েছে

চসিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণের শুনানি পেছাল

প্রকাশিত : ০৬:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিনসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা চার্জশিট গ্রহণের শুনানি পিছিয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালতে মামলাটির শুনানির ধার্য তারিখ ছিল৷ তবে এদিন আসামিরা আদালতে হাজির না হয়ে আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন করেন৷ শুনানি শেষে আদালত আসামিপক্ষের আবেদন মঞ্জুর করেছেন।

চসিকের পোর্ট কানেক্টিং (পিসি) সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে এই চার্জশিট দাখিল করে। মামলার অভিযোগে বলা হয়, প্রকল্পের নামে প্রায় ২৪ কোটি টাকার ব্যাংক ঋণ নেওয়া এবং ৪ কোটি ৫০ লাখ টাকার সরকারি ক্ষতি করা হয়েছে।

তদন্তে উঠে আসে, প্রধান হিসাবরক্ষক হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় মোহাম্মদ সাইফুদ্দিন ঠিকাদারি প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা দেন। ব্যাংকের হিসাবে অর্থ জমা না দিয়ে তিনি ঠিকাদারদের নামে প্রায় ২৫ কোটি টাকার চেক ইস্যু করেন। ঠিকাদাররা পরে কাজ অসম্পূর্ণ রেখেই উধাও হয়ে যায়। এতে প্রকল্পের কাজ দীর্ঘদিন অচল থাকে এবং নগরবাসী ভোগান্তিতে পড়েন।

দুদকের অনুসন্ধানে আরও দেখা গেছে, ঠিকাদারদের বিল থেকে কেটে নেওয়া প্রায় ৮ কোটি টাকার ভ্যাট ও আয়কর সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করা হয়েছে। চার্জশিটে সাইফুদ্দিন ছাড়াও আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। তারা হলেন— কুমিল্লার ব্যবসায়ী মো. জাকির হোসেন, ইউসিবিএল ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. সরোয়ার আলম ও এনআরবি ব্যাংকের কর্মকর্তা মো. তোফায়েল।

২০২২ সালের ১০ মে দুদকের উপপরিচালক মো. আনোয়ারুল হক বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। প্রথম চার্জশিট আদালত গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে নতুন প্রমাণ যুক্ত করে তদন্ত কর্মকর্তা মো. বেনজীর আহমদ সংশোধিত চার্জশিট দাখিল করেন।