ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন মার্কেটগুলোর ভাড়ার হার নির্ধারণে কমিটি গঠন করেছে সংস্থাটি।
শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএসসিসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম একটি অফিস আদেশ জারি করে এ কমিটির অনুমোদন দিয়েছেন।

মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, এ কমিটি ভাড়ার হার বিবেচনায় নিয়ে সুপারিশ প্রতিবেদন প্রদান এবং বিদ্যমান ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এ কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির অঞ্চল ৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে। পাশাপাশি সদস্য সচিব হয়েছেন অঞ্চল ৪-এর বিবিধ আদায় শাখার কর কর্মকর্তা এবং সদস্য করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেট নির্মাণ সেলের প্রতিনিধিকে।
এদিকে, গঠিত কমিটিকে এক মাসের মধ্যে মার্কেটের ভাড়ার হার এবং বিদ্যমান ব্যবসায়ীদের তালিকা প্রণয়ন করে বরাদ্দ কমিটির সভাপতির বরাবর প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডেস্ক রিপোর্ট 





















