ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ কালীগঞ্জে চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক জনাব হারুন অর রশিদ স্যারের অবসরজনিত বিদায় অনুষ্ঠান। ২ই নভেম্বর সকাল ১১ টার সময় চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয় কতৃক আয়োজিত, বিদ্যালয় চত্বরে বিদায় অনুষ্ঠানে আলোচনা সভা শুরু হয়।

বিদায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীত, অতিথিদের শিক্ষার্থী এবং ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। স্বাগত বক্তব্যে, মানপত্র পাঠ, চিঠিপাঠ বিদায় কবিতা পাঠ, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রধান ও বিশেষ অতিথি এবং বিদায়ী সহকারী প্রধান শিক্ষক বক্তব্যে রাখেন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিদায় অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোঃ টিটন রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দাতা সদস্য জনাব মোঃ বদিয়ার রহমান। চাঁচড়া প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বিভা রানী, চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সোলাইমান হোসেন, প্রধান শিক্ষক জনাব মোঃ আবু আলম, সহকারী শিক্ষক মোঃ ওহাব হোসেন, মোঃ বিশারত আলী, মোঃ অহিদুর রহমান, মোঃ বসির উদ্দিন, মোঃ আজিজুর রহমান, বিপুল কুমার, শ্যামল কুমার, এস এম টিপু, ওলিয়ার রহমান, মোঃ সুমন আলী, পম্পা ভৌমিক, আইরিন, আব্দুস সালাম, সেকেন্দার আলী, ছাত্র নেতা পারভেজ হোসেন, হামিদুল ইসলাম, সহ চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তাবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং চাঁচড়া গ্রামের স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















