ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

নওগাঁ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ফজলে হুদা বাবুল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৬ বার দেখা হয়েছে
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ফজলে হুদা বাবুলের নাম ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও স্থানীয় জনভিত্তি বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এবার তাঁকে প্রার্থী করেছে। স্থানীয় রাজনীতিতে তাঁর সক্রিয়তা ও কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কই তাঁকে এগিয়ে রেখেছে।
বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন,
> এই আসনের মানুষ ফজলে হুদা বাবুলকে ভালোবাসে। তিনি বিগত ১৭ বছর ধরে মাঠে আছেন, নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন। এবার সময় এসেছে ঐক্যবদ্ধভাবে কাজ করার এই আসনে বিএনপির বিজয় ছিনিয়ে আনার।
মনোনয়ন ঘোষণার পর বদলগাছী ও মহাদেবপুরে বিএনপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে ফেসবুকের দেয়াল।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে জামায়াতে ইসলামী প্রার্থী মাহফুজুর রহমানের।
ইতোমধ্যে ফজলে হুদা বাবুলের নেতৃত্বে বিএনপি ঘরোয়া প্রচারণা ও সংগঠন গোছানোর কাজ শুরু করেছে। দলীয় নেতাকর্মীদের মুখে এখন একটাই স্লোগান
বদলগাছী-মহাদেবপুরে জেগেছে পরিবর্তনের হাওয়া, বাবুল ভাইয়ের নেতৃত্বে ফিরবে মানুষের চাওয়া।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের

নওগাঁ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেলেন ফজলে হুদা বাবুল

প্রকাশিত : ০৩:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ২৩৭ প্রার্থীর তালিকায় নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ফজলে হুদা বাবুলের নাম ঘোষণা করেন।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও স্থানীয় জনভিত্তি বিবেচনায় কেন্দ্রীয় বিএনপি এবার তাঁকে প্রার্থী করেছে। স্থানীয় রাজনীতিতে তাঁর সক্রিয়তা ও কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্কই তাঁকে এগিয়ে রেখেছে।
বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন,
> এই আসনের মানুষ ফজলে হুদা বাবুলকে ভালোবাসে। তিনি বিগত ১৭ বছর ধরে মাঠে আছেন, নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন। এবার সময় এসেছে ঐক্যবদ্ধভাবে কাজ করার এই আসনে বিএনপির বিজয় ছিনিয়ে আনার।
মনোনয়ন ঘোষণার পর বদলগাছী ও মহাদেবপুরে বিএনপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে ফেসবুকের দেয়াল।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে জামায়াতে ইসলামী প্রার্থী মাহফুজুর রহমানের।
ইতোমধ্যে ফজলে হুদা বাবুলের নেতৃত্বে বিএনপি ঘরোয়া প্রচারণা ও সংগঠন গোছানোর কাজ শুরু করেছে। দলীয় নেতাকর্মীদের মুখে এখন একটাই স্লোগান
বদলগাছী-মহাদেবপুরে জেগেছে পরিবর্তনের হাওয়া, বাবুল ভাইয়ের নেতৃত্বে ফিরবে মানুষের চাওয়া।