বরগুনা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চূড়ান্ত মনোনয়ন পেয়ে বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনের তিনটি উপজেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে জনসংযোগ শুরু করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ্ব নূরুল ইসলাম মণি।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৫ টায় বামনা গোলচত্বরে আয়োজিত পথসভায় উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নূরুল ইসলাম মণি।

পথসভায় নূরুল ইসলাম মণি বলেন, আমি আপনাদের সাথে মিশেমিলে কাজ করার অঙ্গীকার নিয়ে এসেছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন এ অঞ্চলের উন্নয়ন হয়। এ অঞ্চলের রাস্তাঘাটসহ সব উন্নয়ন বিএনপির আমলে হয়েছে।
বিএনপি আগামীতে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিশ্চিত করবে এবং অভাবীদের অভাব দূর করবে। তারেক রহমানের ৩১ দফা এদেশের মানুষের উন্নয়ন ঘটাবে ।

ডেস্ক রিপোর্ট 






















