ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

বামনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৫ বার দেখা হয়েছে

বামনা (বরগুনা) প্রতিনিধি:

বামনায় ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বামনা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির কার্যালয়ে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা। এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। এই দিনে সৈনিক ও জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় চেতনা নতুনভাবে জাগ্রত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বক্তারা আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা হলো জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়া। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শ ও নীতিকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “এই নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ গণতন্ত্র নির্ধারণের লড়াই, তাই প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”

বামনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশিত : ০৮:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

বামনা (বরগুনা) প্রতিনিধি:

বামনায় ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে বামনা উপজেলা বিএনপির উদ্যোগে বিএনপির কার্যালয়ে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা। এ সময় উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। এই দিনে সৈনিক ও জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় চেতনা নতুনভাবে জাগ্রত হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বক্তারা আরও বলেন, ৭ নভেম্বরের চেতনা হলো জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়া। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শহীদ রাষ্ট্রপতি জিয়ার আদর্শ ও নীতিকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, “এই নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ গণতন্ত্র নির্ধারণের লড়াই, তাই প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”