বামনা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বামনা উপজেলার শীর্ষস্থানীয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মা-শাহাবানু মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকালে মাদ্রাসার উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মা-শাহাবানু মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর মুহতামিম মুফতী ফাইজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা সমাজসেবা অফিসার মো. মাহমুল হাসিব, বামনা উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা সাইদুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল্লাহ মানসুর ও বামনা উপজেলা ইসলামি আন্দোলনের সেক্রেটারি ইসমাইল হোসেন জিহাদীসহ প্রমূখ।
সভায় মাদ্রাসার সার্বিক কর্মকাণ্ড অভিভাবকদের সামনে তুলে ধরা হয়। বক্তারা উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে ইসলামী শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, নিজের ছেলে-মেয়েদের মানুষের মতো মানুষ করতে হলে দ্বীনি শিক্ষা দিতে হবে। জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা অর্জন করতে পারলে ওই সন্তান পরিবার, সমাজ ও দেশের কল্যানে কাজ করতে পারবে।

ডেস্ক রিপোর্ট 






















