ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলায় লাঞ্চিত রেফারি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। বরিশাল ভেন্যুতে যশোর-বাগেরহাটের মধ্যে ম্যাচ ছিল। সেই ম্যাচে মারামারি ও রেফারি লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে।

ম্যাচে যশোর এক গোলে এগিয়ে ছিল। খেলা পুরোপুরি শেষ হয়নি। মিনিট দশেক আগেই খেলোয়াড়-সমর্থক ঝামেলা সৃষ্টি হয়। এতে বাগেরহাট মাঠ ত্যাগ করে। বাফুফে আজ অন্য তিনটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের ফলাফল মিডিয়ায় দিয়েছে।

বরিশাল ভেন্যুতে ম্যাচটি পরবর্তীতে অনুষ্ঠিত হবে এমনটাই লিখেছেন মিডিয়া ম্যানেজার। যদিও জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি বলেন, ‘রেফারি-ম্যাচ কমিশনার রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে আগামীকাল কমিটির জরুরি সভা রয়েছে। সেই সভার পর এই ম্যাচের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত প্রদান করা হবে।’

জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রথম দুই রাউন্ডের খেলা হোম-অ্যান্ড অ্যাওয়ে হয়েছে। রাউন্ড অফ সিক্সটিন থেকে নিরপেক্ষ ভেন্যুতে খেলা হচ্ছে। ভেন্যু নিরপেক্ষের পাশাপাশি রেফারিও নিরপেক্ষ প্রয়োজন। যশোর-বাগেরহাট ম্যাচে যশোরের রেফারি কেন এই প্রশ্নের উত্তরে বাফুফে সহ-সভাপতি ও রেফারিজ কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি বলেন, ‘যিনি ছিলেন তিনি যোগ্য এবং ফিফা রেফারি। রেফারির কোনো সিদ্ধান্ত নিয়ে সমস্যা হয়নি।’

অন্য তিন ম্যাচে নোয়াখালীতে চট্টগ্রাম ২-১ গোলে কুমিল্লাকে পরাজিত করে। কুমিল্লা চট্টগ্রাম থেকে বেরিয়ে আলাদা বিভাগের দাবি করছে। তবে আজ দুই দলের খেলায় বেশ সম্প্রীতি ও উদ্দীপনার মধ্যে শেষ হয়েছে বলে জানান বাফুফে সদস্য সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন। গাজীপুরে সিরাজগঞ্জ ৩-০ গোলে নরসিংদীকে এবং নীলফামারীতে দিনাজপুর ১-০ গোলে বগুড়াকে পরাজিত করে।

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলায় লাঞ্চিত রেফারি

প্রকাশিত : ০৬:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। বরিশাল ভেন্যুতে যশোর-বাগেরহাটের মধ্যে ম্যাচ ছিল। সেই ম্যাচে মারামারি ও রেফারি লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে।

ম্যাচে যশোর এক গোলে এগিয়ে ছিল। খেলা পুরোপুরি শেষ হয়নি। মিনিট দশেক আগেই খেলোয়াড়-সমর্থক ঝামেলা সৃষ্টি হয়। এতে বাগেরহাট মাঠ ত্যাগ করে। বাফুফে আজ অন্য তিনটি কোয়ার্টার ফাইনাল ম্যাচের ফলাফল মিডিয়ায় দিয়েছে।

বরিশাল ভেন্যুতে ম্যাচটি পরবর্তীতে অনুষ্ঠিত হবে এমনটাই লিখেছেন মিডিয়া ম্যানেজার। যদিও জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি বলেন, ‘রেফারি-ম্যাচ কমিশনার রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে আগামীকাল কমিটির জরুরি সভা রয়েছে। সেই সভার পর এই ম্যাচের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত প্রদান করা হবে।’

জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রথম দুই রাউন্ডের খেলা হোম-অ্যান্ড অ্যাওয়ে হয়েছে। রাউন্ড অফ সিক্সটিন থেকে নিরপেক্ষ ভেন্যুতে খেলা হচ্ছে। ভেন্যু নিরপেক্ষের পাশাপাশি রেফারিও নিরপেক্ষ প্রয়োজন। যশোর-বাগেরহাট ম্যাচে যশোরের রেফারি কেন এই প্রশ্নের উত্তরে বাফুফে সহ-সভাপতি ও রেফারিজ কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি বলেন, ‘যিনি ছিলেন তিনি যোগ্য এবং ফিফা রেফারি। রেফারির কোনো সিদ্ধান্ত নিয়ে সমস্যা হয়নি।’

অন্য তিন ম্যাচে নোয়াখালীতে চট্টগ্রাম ২-১ গোলে কুমিল্লাকে পরাজিত করে। কুমিল্লা চট্টগ্রাম থেকে বেরিয়ে আলাদা বিভাগের দাবি করছে। তবে আজ দুই দলের খেলায় বেশ সম্প্রীতি ও উদ্দীপনার মধ্যে শেষ হয়েছে বলে জানান বাফুফে সদস্য সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন। গাজীপুরে সিরাজগঞ্জ ৩-০ গোলে নরসিংদীকে এবং নীলফামারীতে দিনাজপুর ১-০ গোলে বগুড়াকে পরাজিত করে।