ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

আল-নাসরের আটে আট,রোনালদোর ১০০

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

সৌদি প্রো লিগে শিরোপা জিততে না পারলেও উপভোগ করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে জাল কাঁপিয়ে টানা ষষ্ঠ ম্যাচে গোল করেছেন আল-নাসর তারকা। লিগে তার দল অষ্টম ম্যাচ খেলতে নেমে সবগুলোতেই জয়ের ধারা ধরে রাখল।

রোনালদো তার জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্সকে নিয়ে প্রথমার্ধে সুযোগ পেলেও গোল করতে পারেননি। গোলশূন্য প্রথমার্ধ কাটিয়ে বিরতির পর গোল উৎসব করেছে তারা।

৪৮ মিনিটে রোনালদোর ফ্রি কিক নেওমের রক্ষণ দেয়ালে লেগে ফিরে এলে অ্যাঞ্জেলো প্রথম শটেই জাল কাঁপান।

৮ মিনিট পর লুসিয়ানো রদ্রিগেজ আল-নাসরের বাউশালের মুখে কনুই দিয়ে আঘাত করলে ভিএআর-এ লাল কার্ড দেখেন।

১০ জনের নেওমের বিপক্ষে কিছুক্ষণ পর ব্যবধান দ্বিগুণ করে আল-নাসর। ৬২ মিনিটে দৌকৌরে বক্সের মধ্যে ফেলিক্সকে ফাউল করলে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন রোনালদো। তাতে সৌদি প্রো লিগে ১০০ গোলে অবদান রাখার কীর্তি গড়েন তিনি। ৮৩ গোল ও ১৭ অ্যাসিস্ট তার।

নেওম ৮৪ মিনিটে একটি গোল শোধ দিলেও আল-নাসরের জয় ঠেকাতে পারেনি। দুই মিনিট পর রোনালদো ও সাদিও মানের সমন্বিত প্রচেষ্টা নেওম ফিরিয়ে দিলেও বল পান ফেলিক্স। বেশ দূর থেকে শট নিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি।

৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আল-নাসর টেবিলের শীর্ষে। তিন পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে আল-তাওউন।

আল-নাসরের আটে আট,রোনালদোর ১০০

প্রকাশিত : ১২:২৩:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

সৌদি প্রো লিগে শিরোপা জিততে না পারলেও উপভোগ করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে জাল কাঁপিয়ে টানা ষষ্ঠ ম্যাচে গোল করেছেন আল-নাসর তারকা। লিগে তার দল অষ্টম ম্যাচ খেলতে নেমে সবগুলোতেই জয়ের ধারা ধরে রাখল।

রোনালদো তার জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্সকে নিয়ে প্রথমার্ধে সুযোগ পেলেও গোল করতে পারেননি। গোলশূন্য প্রথমার্ধ কাটিয়ে বিরতির পর গোল উৎসব করেছে তারা।

৪৮ মিনিটে রোনালদোর ফ্রি কিক নেওমের রক্ষণ দেয়ালে লেগে ফিরে এলে অ্যাঞ্জেলো প্রথম শটেই জাল কাঁপান।

৮ মিনিট পর লুসিয়ানো রদ্রিগেজ আল-নাসরের বাউশালের মুখে কনুই দিয়ে আঘাত করলে ভিএআর-এ লাল কার্ড দেখেন।

১০ জনের নেওমের বিপক্ষে কিছুক্ষণ পর ব্যবধান দ্বিগুণ করে আল-নাসর। ৬২ মিনিটে দৌকৌরে বক্সের মধ্যে ফেলিক্সকে ফাউল করলে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন রোনালদো। তাতে সৌদি প্রো লিগে ১০০ গোলে অবদান রাখার কীর্তি গড়েন তিনি। ৮৩ গোল ও ১৭ অ্যাসিস্ট তার।

নেওম ৮৪ মিনিটে একটি গোল শোধ দিলেও আল-নাসরের জয় ঠেকাতে পারেনি। দুই মিনিট পর রোনালদো ও সাদিও মানের সমন্বিত প্রচেষ্টা নেওম ফিরিয়ে দিলেও বল পান ফেলিক্স। বেশ দূর থেকে শট নিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি।

৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আল-নাসর টেবিলের শীর্ষে। তিন পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে আল-তাওউন।