ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

প্রতিবন্ধী যুবককে হত্যার অভিযোগ সীতাকুণ্ডে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মো. বেলাল (২৫) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (৯ নভেম্বর) সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরের হাট বাজার এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা কাঠ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত মো. বেলাল ওই এলাকার আবুল কালামের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি প্রতিদিন বাজারে ঘুরে বেড়াতেন এবং রাতে বাজারের কোনো দোকানে ঘুমাতেন। শনিবার গভীর রাত থেকে রোববার ভোরের মধ্যে কেউ তাকে মাথার পেছনে কাঠ দিয়ে আঘাত করে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, রোববার সকালে বাজারের লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মীরেরহাট বাজারে প্রায়ই চুরি-ডাকাতির ঘটনা ঘটে। এসব অপরাধে বাধা দিত বেলাল। মানসিক প্রতিবন্ধী হলেও বাজারের সবাইকে চিনতেন তিনি। রাতে বাজারেই থাকতেন এবং নৈশপ্রহরীর সঙ্গে ঘুরে ঘুরে চিৎকার করে বাজার পাহারা দিতেন।

মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম জানান, বাজারে চুরি-ডাকাতির পাশাপাশি মাদক কারবারও চলে। বেলাল সারা রাত বাজারে হাঁটাহাঁটি করে চিৎকার করতেন। যার ফলে চোর, ডাকাত ও মাদক কারবারিরা অপকর্ম করতে পারত না। শনিবার রাতে বাজারের সিএনজি চালক সমিতির উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়, যা শেষ হয় প্রায় রাত একটার দিকে। ধারণা করা হচ্ছে, এরপর গভীর রাতে বেলালকে হত্যা করা হয়েছে।

প্রতিবন্ধী যুবককে হত্যার অভিযোগ সীতাকুণ্ডে

প্রকাশিত : ০৭:৪৭:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মো. বেলাল (২৫) নামে মানসিক প্রতিবন্ধী এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার (৯ নভেম্বর) সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরের হাট বাজার এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা কাঠ জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত মো. বেলাল ওই এলাকার আবুল কালামের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি প্রতিদিন বাজারে ঘুরে বেড়াতেন এবং রাতে বাজারের কোনো দোকানে ঘুমাতেন। শনিবার গভীর রাত থেকে রোববার ভোরের মধ্যে কেউ তাকে মাথার পেছনে কাঠ দিয়ে আঘাত করে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, রোববার সকালে বাজারের লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মীরেরহাট বাজারে প্রায়ই চুরি-ডাকাতির ঘটনা ঘটে। এসব অপরাধে বাধা দিত বেলাল। মানসিক প্রতিবন্ধী হলেও বাজারের সবাইকে চিনতেন তিনি। রাতে বাজারেই থাকতেন এবং নৈশপ্রহরীর সঙ্গে ঘুরে ঘুরে চিৎকার করে বাজার পাহারা দিতেন।

মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম জানান, বাজারে চুরি-ডাকাতির পাশাপাশি মাদক কারবারও চলে। বেলাল সারা রাত বাজারে হাঁটাহাঁটি করে চিৎকার করতেন। যার ফলে চোর, ডাকাত ও মাদক কারবারিরা অপকর্ম করতে পারত না। শনিবার রাতে বাজারের সিএনজি চালক সমিতির উদ্যোগে সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়, যা শেষ হয় প্রায় রাত একটার দিকে। ধারণা করা হচ্ছে, এরপর গভীর রাতে বেলালকে হত্যা করা হয়েছে।