ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

নির্বাচনের আগে কঠোর পদক্ষেপের নির্দেশ,চট্টগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

জাতীয় নির্বাচন সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

রোববার (৯ নভেম্বর) সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নির্দেশনা দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

সভায় অক্টোবর মাসের অপরাধ চিত্র পর্যালোচনা করা হয়। পাশাপাশি নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ মোকাবিলা, চোরাচালান দমন, অনিবন্ধিত হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা, অবৈধ বালু উত্তোলন ও টপসয়েল কাটার বিরুদ্ধে আইনি পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় পরিবহনে যাত্রী হয়রানি এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা রোধ নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। দুর্বৃত্তায়ন কিংবা যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

তিনি নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তর, গোয়েন্দা সংস্থা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

নির্বাচনের আগে কঠোর পদক্ষেপের নির্দেশ,চট্টগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

প্রকাশিত : ০৪:০৩:১২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচন সামনে রেখে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষিত রাখতে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

রোববার (৯ নভেম্বর) সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নির্দেশনা দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

সভায় অক্টোবর মাসের অপরাধ চিত্র পর্যালোচনা করা হয়। পাশাপাশি নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ মোকাবিলা, চোরাচালান দমন, অনিবন্ধিত হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা, অবৈধ বালু উত্তোলন ও টপসয়েল কাটার বিরুদ্ধে আইনি পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় পরিবহনে যাত্রী হয়রানি এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা রোধ নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকচক্রের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। দুর্বৃত্তায়ন কিংবা যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

তিনি নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. জুনায়েদ কাউছার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তর, গোয়েন্দা সংস্থা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা।