রাজধানীর আদাবর থানার শীর্ষ ছিনতাইকারী রুবেল গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে আদাবর থানার শেখেরটেক ৯ নম্বর মাসুমের গ্যারেজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া। তিনি বলেন, আদাবর এলাকার অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতা রুবেল। একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাই, মাদক, চাঁদাবাজিসহ নানা অপরাধে সম্প্রতি নিজস্ব বাহিনী গড়ে তুলেছে রুবেল। তারা নিরীহ ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের অস্ত্রের মুখে মারধর করে রিকশা ছিনিয়ে নিতো। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।থানা সূত্রে জানা গেছে, রুবেলের বিরুদ্ধে মাদক ও মারধরসহ একাধিক মামলা রয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















