জুবাইয়া বিন্তে কবির : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)–এর উদ্যোগে “Linking Graduate Attributes and Outcome-Based Assessment under BNFQ” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার সেমিনার রুমে কর্মশালার উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি মাননীয় ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল লতিফ।

প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির মাননীয় ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “উচ্চশিক্ষার মূল ভিত্তি হলো দক্ষ মানবসম্পদ গঠন। আউটকাম–বেইজড অ্যাসেসমেন্ট শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও মনোভাবকে যথাযথভাবে যাচাই করার সর্বাধুনিক পদ্ধতি। পবিপ্রবির প্রতিটি অনুষদ ও বিভাগকে OBE কাঠামো পুরোপুরি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।”
কর্মশালায় উদ্বোধনি বক্তব্য রাখেন আইকিউএসি’র অ্যাডিশনাল ডিরেক্টর ও মডারেটর প্রফেসর ড. মো. আব্দুল মসুদ এবং
সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানী।
সকাল ১০টা ১৫ মিনিটে টেকনিক্যাল সেশন শুরু হয়। এতে “Outcome-Based Education: Present Status of PSTU” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. নুর নবি। পরবর্তী সেশনগুলোর আলোচনায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাডিশনাল ডিরেক্টর সুব্রত চৌধুরী ভিশন, লার্নিং আউটকাম, কোর্স ডিজাইন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বিকেলের সেশনে হাতে-কলমে অংশগ্রহণকারী শিক্ষকরা আধুনিক একাডেমিক মূল্যায়ন কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।

দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন অনুষদের শিক্ষক, সমন্বয়কারী ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্মশালার সার্বিক সমন্বয় করে আইকিউএসি। বিকেল ৫ টায় উক্ত কর্মশালার সমাপ্তি হয়।

ডেস্ক রিপোর্ট 




















