ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

প্রথম নারী পুলিশ সুপার পেল বরিশাল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ০ বার দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি :

প্রথমবারের মতো বরিশাল জেলায় নারী পুলিশ সুপার পদায়ন দিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারদের বদলি পুনর্নির্ধারণ হয়।

সে অনুযায়ী বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ সুপার ফারজানা ইসলামকে বরিশাল জেলায় পদায়ন করা হয়েছেন।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, পুলিশ সুপার ফারজানা ইসলাম এর আগে রাজশাহী জেলার দায়িত্বে ছিলেন। এদিকে বরিশাল জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনকে গাজীপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রজ্ঞাপনে দেশের অন্যান্য বিভাগের মতো বরিশাল বিভাগেরও ছয় জেলার পুলিশ সুপারদের একযোগে বদলি-পদায়ন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরগুনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে নড়াইল জেলায়, পিবিআই পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে বরগুনা জেলায়, পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদকে পাবনা এবং পিবিআই পুলিশ সুপার মো. আবু ইউসুফকে পটুয়াখালীর পুলিশ সুপার করা হয়েছে।

মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদকে পিরোজপুরে বদলি করা হয়েছে। আর পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে এপিবিএনের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়কে মেহেরপুর এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে ঝালকাঠি জেলার পুলিশ সুপার করা হয়েছে। ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে পিবিআই এবং বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারকে ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

লাখো মুসল্লির পদচারণায় মুখর চরমোনাই ঐতিহাসিক ময়দান

প্রথম নারী পুলিশ সুপার পেল বরিশাল

প্রকাশিত : ০৮:৪৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

বরিশাল প্রতিনিধি :

প্রথমবারের মতো বরিশাল জেলায় নারী পুলিশ সুপার পদায়ন দিয়েছে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপারদের বদলি পুনর্নির্ধারণ হয়।

সে অনুযায়ী বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী পুলিশ সুপার ফারজানা ইসলামকে বরিশাল জেলায় পদায়ন করা হয়েছেন।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, পুলিশ সুপার ফারজানা ইসলাম এর আগে রাজশাহী জেলার দায়িত্বে ছিলেন। এদিকে বরিশাল জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনকে গাজীপুর জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া প্রজ্ঞাপনে দেশের অন্যান্য বিভাগের মতো বরিশাল বিভাগেরও ছয় জেলার পুলিশ সুপারদের একযোগে বদলি-পদায়ন দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরগুনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে নড়াইল জেলায়, পিবিআই পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে বরগুনা জেলায়, পটুয়াখালী জেলার পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদকে পাবনা এবং পিবিআই পুলিশ সুপার মো. আবু ইউসুফকে পটুয়াখালীর পুলিশ সুপার করা হয়েছে।

মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদকে পিরোজপুরে বদলি করা হয়েছে। আর পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে এপিবিএনের পুলিশ সুপার পদে পদায়ন করা হয়েছে।

ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়কে মেহেরপুর এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে ঝালকাঠি জেলার পুলিশ সুপার করা হয়েছে। ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে পিবিআই এবং বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারকে ভোলা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।