(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং দেশকে পাঁচ বছরে আরও পঁচিশ বছর এগিয়ে নিয়ে যাবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ নবজাতক হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, এবারের নির্বাচনে বাংলাদেশের মানুষ খুশিতে ভোট দিবেন। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশকে আরও সমৃদ্ধ করা হবে। এতে করে দেশের অর্থনীতি অনেক উন্নত হবে এবং দেশ পাঁচ বছরে আরও পঁচিশ বছর এগিয়ে যাবে।’
তারেক রহমানের ৩১ দফার মধ্যে দেশের আগামী ১০০ বছরের উন্নয়নের পরিকল্পনার কথাও জানান বরকত উল্লাহ বুলু।
ওয়ার্ল্ড প্রিম্যাচুরিটি ডে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন নামে শিশু সেবামূলক একটি প্রতিষ্ঠান।
চলতি বছরের ১৯ জুন এই ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রফেসর ডা. মো. মজিবুর রহমান দীর্ঘ কয়েক বছর ধরে নিজ উদ্যোগে পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করছেন। ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পূর্বেই তিনি পরিচয়হীন ৪১টি নবজাতক শিশুকে উদ্ধার করে তাদের চিকিৎসা প্রদান ও দত্তক দিয়ে নতুন জীবন উপহার দিয়েছেন। এ মানবিক কার্যক্রমকে আরও গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে সমাজের বিশিষ্টজনদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন।
নারায়ণগঞ্জে সম্প্রতি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা তিনটি নবজাতক শিশুকে এই ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চিকিৎসাসেবা ও লালন পালন করে সুস্থ করা হয়। অনুষ্ঠানে সেই তিন নবজাতক শিশুকে তিনটি পরিবারের কাছে দত্তক হিসেবে হস্তান্তর করে ফাউন্ডেশন কর্তৃপক্ষ। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু নিজ হাতে এই তিন শিশুকে নিঃসন্তান তিন দম্পতি পরিবারের হাতে তুলে দেন।

ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রফেসর ডা. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনটির সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা আসমা, বিশিষ্ট সাংবাদিক একেএম সাখাওয়াত হোসেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মজিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন প্রমুখ।

ডেস্ক রিপোর্ট 






















