ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

পবিপ্রবিতে একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

জুবাইয়া বিন্তে কবির :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক নীতি-নির্ধারণী ফোরাম একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে শুরু হওয়া দিনব্যাপী এ সভায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একাডেমিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন শিক্ষাসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ, রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ এবং একাডেমিক কাউন্সিলের সকল সদস্য।

সভায় বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের চলমান একাডেমিক কার্যক্রম, কোর্স কারিকুলাম হালনাগাদ, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, ৭ জন গবেষকের পিএইচডি ডিগ্রি, গবেষণা অগ্রগতি ও নতুন একাডেমিক পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “একাডেমিক মানোন্নয়ন একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণভোমরা। আমরা চাই পবিপ্রবি শুধু দক্ষিণাঞ্চল নয়, সারা দেশের একটি অগ্রণী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করুক। আজকের সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ আমাদের একাডেমিক কার্যক্রমকে আরও গতি দেবে এবং শিক্ষার্থীদের জন্য আরও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।”

তিনি আরও বলেন,“শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ অর্জনে আমাদের সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পবিপ্রবির সামগ্রিক অগ্রযাত্রায় একাডেমিক কাউন্সিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ—আমি সকল সদস্যকে তাদের মূল্যবান মতামত এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।” দিনব্যাপী আলোচনার পর বিকেল ৫টায় সভাটি সুন্দর ও সফলভাবে সমাপ্ত হয়।

পবিপ্রবিতে একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভা অনুষ্ঠিত

পবিপ্রবিতে একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

জুবাইয়া বিন্তে কবির :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ একাডেমিক নীতি-নির্ধারণী ফোরাম একাডেমিক কাউন্সিলের ৫৫তম সভা বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে শুরু হওয়া দিনব্যাপী এ সভায় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একাডেমিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন শিক্ষাসংশ্লিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ, রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ এবং একাডেমিক কাউন্সিলের সকল সদস্য।

সভায় বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের চলমান একাডেমিক কার্যক্রম, কোর্স কারিকুলাম হালনাগাদ, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, ৭ জন গবেষকের পিএইচডি ডিগ্রি, গবেষণা অগ্রগতি ও নতুন একাডেমিক পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “একাডেমিক মানোন্নয়ন একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণভোমরা। আমরা চাই পবিপ্রবি শুধু দক্ষিণাঞ্চল নয়, সারা দেশের একটি অগ্রণী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করুক। আজকের সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ আমাদের একাডেমিক কার্যক্রমকে আরও গতি দেবে এবং শিক্ষার্থীদের জন্য আরও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সহায়তা করবে।”

তিনি আরও বলেন,“শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ অর্জনে আমাদের সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পবিপ্রবির সামগ্রিক অগ্রযাত্রায় একাডেমিক কাউন্সিলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ—আমি সকল সদস্যকে তাদের মূল্যবান মতামত এবং সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।” দিনব্যাপী আলোচনার পর বিকেল ৫টায় সভাটি সুন্দর ও সফলভাবে সমাপ্ত হয়।