দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে কারিগরি ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের সাথে শিক্ষা বিভাগের সচিবের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে মতবিনিময় সভায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম কারিগরি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে বলেন, ” আমাদের জনসংখ্যাকে জনসম্পদে পরিনত করতে হবে।” পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করার কথাও বলেন।

প্রথমে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের বক্তব্য শোনেন। বক্তব্যে তিনি আরো জানিয়েছেন, ইতোমধ্যে সরকার মাদ্রাসা ও কারিগরি শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছেন। দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গঠন করতে কারগরি ও মাদ্রাসার শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।

ডেস্ক রিপোর্ট 






















