দুমকি প্রতিনিধিঃপটুয়াখালীর দুমকিতে সাংবাদিকদের সঙ্গে উপজেলার এনটিআরসিএ শিক্ষক সমিতির মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কেন্দ্রীয় মাঠে উৎসবমুখর পরিবেশে উক্ত ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচে উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের এনটিআরসিএ শিক্ষকগণ অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকি প্রেসক্লাবের সহসভাপতি কাজী বেলাল হোসেন দুলাল, এবাদুল হক, সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সরদার এবং পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মারসিফুল আলম রিমনসহ অন্যরা।
প্রীতি ম্যাচে শিক্ষক সমিতিকে হারিয়ে বিজয়ী হয় সাংবাদিক দল। সর্বোচ্চ রান করে ম্যাচসেরা নির্বাচিত হন দৈনিক কালবেলার দুমকি উপজেলা প্রতিনিধি রাজিবুল ইসলাম রন্টি।

ডেস্ক রিপোর্ট 






















