চট্টগ্রাম প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে শিকারপুর-বুড়িশ্চর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে বিভিন্ন শ্লোগানে শ্লোগানে নেতাকর্মীরা বেশ মূখরিত ছিল। ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জনণনের কাছে। গণমিছিলে সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সবার একটাই সমস্বরে উচ্চারন আসন্ন নির্বাচনে ধানের শীষের ণনজোয়ার সৃষ্টি করা।

বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের সমর্থনে ধানের শীষের বিশাল প্রচারণা মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হারুন-অর রশীদ ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী।
মিছিলটি কুয়াইশ নতুন রাস্তার মাথা থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক ধরে নজুমিয়া হাটে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়। মিছিলে স্বতঃস্ফূর্ত ভাবে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এবং বিশাল প্রচারণা মিছিল জনসমুদ্রে পরিণত হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















