ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

নওগাঁয় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ০ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁ জেলার নবাগত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পরই আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে কার্যকর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন । তার অংশ হিসেবে সোমবার বিকেল ৫টায় জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় । সভায় পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, নওগাঁকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য । এজন্য মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন, সীমান্ত ঘেঁষা এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং ক্রমবর্ধমান সাইবার অপরাধ দমনে কঠোর অবস্থানে থাকবে জেলা পুলিশ। তিনি বলেন, “মাদক ব্যবসা কিংবা সাইবার অপরাধ—যে কোনো অপরাধই কঠোর হাতে দমন করা হবে।

এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার দীর্ঘদিনের ভোগান্তি—বিশেষ করে নওগাঁ শহরের তীব্র যানজট, বিভিন্ন মহল্লায় মাদকের বিস্তার, চাঁদাবাজি ও অবৈধ দখল—এসব সমস্যা তুলে ধরেন। তারা জানান, শহরের প্রধান সড়ক ও বাণিজ্যিক এলাকাগুলোতে যানজট নিরসনে জরুরি উদ্যোগ দরকার । সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে পুলিশ সুপার বলেন, “জনগণের নিরাপত্তা এবং স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। সাংবাদিকরা মাঠ পর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরছেন—এগুলো সমস্যা সমাধানে আমাদের কার্যক্রমকে আরও সহজ করবে।”সভায় আরও আলোচনা হয়—জনবান্ধব পুলিশিং, থানাসমূহে সেবা নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা জোরদার নিয়ে । পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে অপরাধ দমন অনেক সহজ হয়। সাংবাদিকদের সহযোগিতা পেলে নওগাঁকে নিরাপদ জেলার মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।”শেষে প্রশাসন ও সাংবাদিকরা পারস্পরিক সহযোগিতা বজায় রেখে নওগাঁকে একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও নিরাপদ জেলার রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

দেবীদ্বারে মোবাইল কোর্টের অভিযান সংবাদে শতাধিক ফার্মেসি বন্ধ

নওগাঁয় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:৪৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ-
নওগাঁ জেলার নবাগত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পরই আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে কার্যকর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন । তার অংশ হিসেবে সোমবার বিকেল ৫টায় জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় । সভায় পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, নওগাঁকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য । এজন্য মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন, সীমান্ত ঘেঁষা এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং ক্রমবর্ধমান সাইবার অপরাধ দমনে কঠোর অবস্থানে থাকবে জেলা পুলিশ। তিনি বলেন, “মাদক ব্যবসা কিংবা সাইবার অপরাধ—যে কোনো অপরাধই কঠোর হাতে দমন করা হবে।

এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার দীর্ঘদিনের ভোগান্তি—বিশেষ করে নওগাঁ শহরের তীব্র যানজট, বিভিন্ন মহল্লায় মাদকের বিস্তার, চাঁদাবাজি ও অবৈধ দখল—এসব সমস্যা তুলে ধরেন। তারা জানান, শহরের প্রধান সড়ক ও বাণিজ্যিক এলাকাগুলোতে যানজট নিরসনে জরুরি উদ্যোগ দরকার । সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে পুলিশ সুপার বলেন, “জনগণের নিরাপত্তা এবং স্বস্তির পরিবেশ ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। সাংবাদিকরা মাঠ পর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরছেন—এগুলো সমস্যা সমাধানে আমাদের কার্যক্রমকে আরও সহজ করবে।”সভায় আরও আলোচনা হয়—জনবান্ধব পুলিশিং, থানাসমূহে সেবা নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং ডিজিটাল নিরাপত্তা জোরদার নিয়ে । পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে অপরাধ দমন অনেক সহজ হয়। সাংবাদিকদের সহযোগিতা পেলে নওগাঁকে নিরাপদ জেলার মডেল হিসেবে গড়ে তোলা সম্ভব।”শেষে প্রশাসন ও সাংবাদিকরা পারস্পরিক সহযোগিতা বজায় রেখে নওগাঁকে একটি শান্তিপূর্ণ, মাদকমুক্ত ও নিরাপদ জেলার রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।