পার্বত্য অঞ্চলে বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে বিজিবির মানবিক উদ্যোগের অংশ হিসেবে থানচির দুর্গম বুলুপাড়ায় ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছে বুলুপাড়া প্রাথমিক বিদ্যালয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) কর্তৃক বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অত্যন্ত দুর্গম বুলুপাড়ায় এই বিদ্যালয় নির্মাণ ও স্থানীয় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে দুর্গম এই এলাকায় বসবাসকারী জনসাধারণের সন্তানদের প্রাক-প্রাথমিক শিক্ষা অর্জনের সুযোগ করে দিলো বিজিবি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বিদ্যালয়টির উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তী ৫০ জন শিক্ষার্থীর মাঝে বই, খাতা, কলম, পেন্সিল, রাবারসহ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী তুলে দেন তিনি।
প্রসঙ্গত, বিদ্যালয়টির যাত্রার মধ্য দিয়ে সীমান্তবর্তী বুলুপাড়ায় স্থানীয় ৩টি পাড়ার প্রায় ৫০টি পরিবারের ৭০-৮০ জন শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করবে।

ডেস্ক রিপোর্ট 






















