বিএনপি আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে চট্টগ্রামের চারটি আসনও রয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষণা অনুযায়ী, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে প্রার্থী করা হয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আবু সুফিয়ানকে। আর চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমীন।
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে এর আগে ১০টিতে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি। নতুন করে আরও চারটি আসনে নাম ঘোষণা করা হলেও চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) ও চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে এখনও কোনো নাম জানানো হয়নি। চট্টগ্রাম-১৪ আসনটি জোটের শরিক দলকে দেওয়া হতে পারে বলে দলীয় একটি সূত্র জানিয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















