ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

পাপারাজ্জিদের বচ্চন পরিবারকে বয়কটের ডাক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

বলিউড অভিনেত্রী ও প্রবীণ রাজনীতিক জয়া বচ্চনের আপত্তিকর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছে মুম্বাইয়ের প্রথম সারির পাপারাজ্জিরা। সম্প্রতি এক অনুষ্ঠানে পাপারাজ্জি ও সাংবাদিকদের উদ্দেশে ‘নোংরা জামাকাপড়’ ও ‘শিক্ষাগত যোগ্যতা’ নিয়ে প্রশ্ন তোলায় তারা সম্মিলিতভাবে বচ্চন পরিবারকে বয়কটের ডাক দিয়েছেন।

জয়া বচ্চন বরাবরই ছবিশিকারিদের প্রতি তার বিরক্তি প্রকাশ করে থাকেন। সম্প্রতি ‘উই দ্য ওম্যান’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি পাপারাজ্জিদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘নোংরা জামাকাপড় পরে চলে আসে, হাতে চারটে মোবাইল, ক্যামেরা। এরা কারা? এদের কি কোনো শিক্ষাগত যোগ্যতা রয়েছে?’ তিনি আরও মন্তব্য করেছিলেন, ‘সাংবাদিকতা মানে তারকাদের জমায়েতে ফোন হাতে পৌঁছে যাওয়া নয়। হাতে ক্যামেরা থাকলেই নিজেদের সাংবাদিক বলা যায় না। এর জন্য পড়াশোনার প্রয়োজন।’

প্রবীণ অভিনেত্রীর এহেন শব্দচয়ন নিয়ে আপত্তি তুলেছেন প্রথম সারির পাপারাজ্জিরা। ভারতীয় গণমাধ্যমকে তারা বলেন, অমিতাভ বচ্চন প্রতি রবিবার জলসার বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করলে মূলধারার সংবাদমাধ্যম সে খবর না দেখালেও তারা ঠিকই পৌঁছে যান।

পাপারাজ্জিদের অভিযোগ, জয়া বচ্চন ‘প্যাপস’ বলে যাদের আক্রমণ করেছেন, সেই তালিকায় ইউটিউবার, ভ্লগার ও অনুরাগীরাও রয়েছেন। তাদের কথায়, কাউকে এতটাও খারাপভাবে বলা উচিত নয়। তাই আত্মসম্মান বজায় রাখতে নিজেদের সহকর্মীদের প্রতি তারা বচ্চন পরিবারকে বয়কট করার আহ্বান জানিয়েছেন।

যদিও বলিউডের তারকা পরিবারগুলোর মধ্যে বচ্চনরা অন্যতম হওয়ায় পাপারাজ্জিরা শেষ পর্যন্ত সেই পথে হাঁটেন কি না, তা সময়ই বলবে।

পাপারাজ্জিদের বচ্চন পরিবারকে বয়কটের ডাক

প্রকাশিত : ১০:১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

বলিউড অভিনেত্রী ও প্রবীণ রাজনীতিক জয়া বচ্চনের আপত্তিকর মন্তব্যে ক্ষুব্ধ হয়ে উঠেছে মুম্বাইয়ের প্রথম সারির পাপারাজ্জিরা। সম্প্রতি এক অনুষ্ঠানে পাপারাজ্জি ও সাংবাদিকদের উদ্দেশে ‘নোংরা জামাকাপড়’ ও ‘শিক্ষাগত যোগ্যতা’ নিয়ে প্রশ্ন তোলায় তারা সম্মিলিতভাবে বচ্চন পরিবারকে বয়কটের ডাক দিয়েছেন।

জয়া বচ্চন বরাবরই ছবিশিকারিদের প্রতি তার বিরক্তি প্রকাশ করে থাকেন। সম্প্রতি ‘উই দ্য ওম্যান’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি পাপারাজ্জিদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘নোংরা জামাকাপড় পরে চলে আসে, হাতে চারটে মোবাইল, ক্যামেরা। এরা কারা? এদের কি কোনো শিক্ষাগত যোগ্যতা রয়েছে?’ তিনি আরও মন্তব্য করেছিলেন, ‘সাংবাদিকতা মানে তারকাদের জমায়েতে ফোন হাতে পৌঁছে যাওয়া নয়। হাতে ক্যামেরা থাকলেই নিজেদের সাংবাদিক বলা যায় না। এর জন্য পড়াশোনার প্রয়োজন।’

প্রবীণ অভিনেত্রীর এহেন শব্দচয়ন নিয়ে আপত্তি তুলেছেন প্রথম সারির পাপারাজ্জিরা। ভারতীয় গণমাধ্যমকে তারা বলেন, অমিতাভ বচ্চন প্রতি রবিবার জলসার বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করলে মূলধারার সংবাদমাধ্যম সে খবর না দেখালেও তারা ঠিকই পৌঁছে যান।

পাপারাজ্জিদের অভিযোগ, জয়া বচ্চন ‘প্যাপস’ বলে যাদের আক্রমণ করেছেন, সেই তালিকায় ইউটিউবার, ভ্লগার ও অনুরাগীরাও রয়েছেন। তাদের কথায়, কাউকে এতটাও খারাপভাবে বলা উচিত নয়। তাই আত্মসম্মান বজায় রাখতে নিজেদের সহকর্মীদের প্রতি তারা বচ্চন পরিবারকে বয়কট করার আহ্বান জানিয়েছেন।

যদিও বলিউডের তারকা পরিবারগুলোর মধ্যে বচ্চনরা অন্যতম হওয়ায় পাপারাজ্জিরা শেষ পর্যন্ত সেই পথে হাঁটেন কি না, তা সময়ই বলবে।