ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

রাত ও দিনের তাপমাত্রা সারা দেশে কমতে পারে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। একইসঙ্গে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

প্রথম দিনের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। রাতে ও দিনে তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

দ্বিতীয় দিনে (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

তৃতীয় দিন (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করবে৷ এ সময় আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া এবং শেষরাতে কুয়াশার সম্ভাবনা অব্যাহত থাকবে। এই তিন দিনেই সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

রাত ও দিনের তাপমাত্রা সারা দেশে কমতে পারে

প্রকাশিত : ১০:৫৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। একইসঙ্গে শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

প্রথম দিনের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে। রাতে ও দিনে তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

দ্বিতীয় দিনে (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। শেষরাত থেকে ভোর পর্যন্ত কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ সময় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।

তৃতীয় দিন (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করবে৷ এ সময় আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া এবং শেষরাতে কুয়াশার সম্ভাবনা অব্যাহত থাকবে। এই তিন দিনেই সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।