ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

সেরে উঠুন বাংলাদেশ এই প্রার্থনা করি-বিএনপি মনোনীত প্রার্থী মান্নান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ। তিনি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তাই সেরে উঠুন, বাংলাদেশ- এই প্রার্থনা করি। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে আল্লাহর রহমত কামনা করছি।”
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর হাই স্কুল মাঠে কয়েক হাজার নেতাকর্মী ও স্থানীয় মুসল্লির অংশগ্রহণে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্য চলাকালে এক পর্যায়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং হু হু করে কেঁদে ওঠেন। এ সময় তাকে অশ্রুসিক্ত দেখা যায়। নেতার কান্না দেখে উপস্থিত হাজারো নেতাকর্মী ও অনুসারীদের মাঝেও পিনপতন নীরবতা নেমে আসে এবং এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার ও সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ও নিজাম উদ্দীন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নোবেল মীর, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুল হক ভুইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ এবং বিএনপি নেতা আলিনুর বেপারী প্রমুখ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

চবিতে অনুষ্ঠিত হলো ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা

সেরে উঠুন বাংলাদেশ এই প্রার্থনা করি-বিএনপি মনোনীত প্রার্থী মান্নান

প্রকাশিত : ০৭:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ। তিনি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তাই সেরে উঠুন, বাংলাদেশ- এই প্রার্থনা করি। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে আল্লাহর রহমত কামনা করছি।”
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর হাই স্কুল মাঠে কয়েক হাজার নেতাকর্মী ও স্থানীয় মুসল্লির অংশগ্রহণে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বক্তব্য চলাকালে এক পর্যায়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং হু হু করে কেঁদে ওঠেন। এ সময় তাকে অশ্রুসিক্ত দেখা যায়। নেতার কান্না দেখে উপস্থিত হাজারো নেতাকর্মী ও অনুসারীদের মাঝেও পিনপতন নীরবতা নেমে আসে এবং এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার ও সাধারণ সম্পাদক মো. মোতালেব হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ও নিজাম উদ্দীন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নোবেল মীর, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুল হক ভুইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ এবং বিএনপি নেতা আলিনুর বেপারী প্রমুখ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।