ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

চবিতে অনুষ্ঠিত হলো ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে
চট্টগ্রাম প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ (বিজনেস স্টাডিজ অনুষদ) এর প্রথম বর্ষ স্নাতক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিভাগের কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) চবির ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।
আজকে মোট পরিক্ষার্থী ছিলেন ৩ হাজার ৬২৭ জন শিক্ষার্থী।চবি ক্যাম্পাস ছাড়াও চারটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্র হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার জন্য ২৫টি আসন নির্ধারিত রয়েছে।
এ বছর প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জন শিক্ষার্থী। গত বছর প্রতি আসনের বিপরীতে ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। গত বছর মোট আবেদন করেছিলেন ৪০ হাজার ৯৭৩ জন।

চবিতে অনুষ্ঠিত হলো ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা

চবিতে অনুষ্ঠিত হলো ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা

প্রকাশিত : ০৮:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রাম প্রতিনিধি:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ (বিজনেস স্টাডিজ অনুষদ) এর প্রথম বর্ষ স্নাতক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিভাগের কেন্দ্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) চবির ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।
আজকে মোট পরিক্ষার্থী ছিলেন ৩ হাজার ৬২৭ জন শিক্ষার্থী।চবি ক্যাম্পাস ছাড়াও চারটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্র হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট ১ হাজার ৫০টি আসনের বিপরীতে ৩৪ হাজার ৬২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার জন্য ২৫টি আসন নির্ধারিত রয়েছে।
এ বছর প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৩ জন শিক্ষার্থী। গত বছর প্রতি আসনের বিপরীতে ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। গত বছর মোট আবেদন করেছিলেন ৪০ হাজার ৯৭৩ জন।