ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

বগুড়ায় মাদক কারবারি পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালালেন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ৫০ বার দেখা হয়েছে

বগুড়ায় বাবর আলী নামে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়েছেন রিয়াদ (২৫) নামে এক মাদক কারবারি। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের রহমাননগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বাবর আলী বগুড়া সদর থানার অধীনস্থ বনানী পুলিশ ফাঁড়ির এটিএসআই। অভিযুক্ত রিয়াদ একই এলাকার বাসিন্দা সালামের ছেলে। তিনি যিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।

বনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরহাদ মণ্ডল জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এটিএসআই বাবর আলী ও এক কনস্টেবল অভিযুক্ত রিয়াদকে আটকের জন্য রহমাননগরে যান। তাকে আটক করার পর রিয়াদ হঠাৎ সঙ্গে থাকা বার্মিজ ছুরি দিয়ে বাবর আলীর শরীরে একাধিকবার আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তিনি আর জানান, রিয়াদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ ছিল। কিছুদিন আগে আধুনিক বার্মিজ ছুরি ও একটি চাইনিজ কুড়ালসহ তাকে আটক করে পুলিশ আদালতে পাঠিয়েছিল। জামিনে বের হওয়ার পর আবারও এলাকায় মাদক কারবারে সক্রিয় হয়ে ওঠে। ঘটনার পর রিয়াদকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

জনপ্রিয় সংবাদ

দুমকিতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়ায় মাদক কারবারি পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালালেন

প্রকাশিত : ০৩:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

বগুড়ায় বাবর আলী নামে এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়েছেন রিয়াদ (২৫) নামে এক মাদক কারবারি। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের রহমাননগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বাবর আলী বগুড়া সদর থানার অধীনস্থ বনানী পুলিশ ফাঁড়ির এটিএসআই। অভিযুক্ত রিয়াদ একই এলাকার বাসিন্দা সালামের ছেলে। তিনি যিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।

বনানী পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরহাদ মণ্ডল জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এটিএসআই বাবর আলী ও এক কনস্টেবল অভিযুক্ত রিয়াদকে আটকের জন্য রহমাননগরে যান। তাকে আটক করার পর রিয়াদ হঠাৎ সঙ্গে থাকা বার্মিজ ছুরি দিয়ে বাবর আলীর শরীরে একাধিকবার আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তিনি আর জানান, রিয়াদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অভিযোগ ছিল। কিছুদিন আগে আধুনিক বার্মিজ ছুরি ও একটি চাইনিজ কুড়ালসহ তাকে আটক করে পুলিশ আদালতে পাঠিয়েছিল। জামিনে বের হওয়ার পর আবারও এলাকায় মাদক কারবারে সক্রিয় হয়ে ওঠে। ঘটনার পর রিয়াদকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।