বরিশাল প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর শুনে তাঁর বসতবাড়ি ঝালকাঠির নলছিটি শহরের খাসমহলের বাসায় আত্মীয়-স্বজনরা ছুটে আসেন। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে হাদির মৃতদেহ ঢাকায় আসবে।

আগামীকাল শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিবার। নলছিটিতে মৃতদেহ কখন নিয়ে আসা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। সরকারের উচ্চ পর্যায়ে এবং হাদির স্বজন ও অনুসারিদের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। হাদির মৃত্যুর ঘটনায় জাড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানিয়েছেন তাঁর প্রতিবেশীরা। জুলাই বিপ্লবের পরে হাদির মতো একজন বীরযোদ্ধাকে কেন নিরাপত্তা দেওয়া হলো না, এনিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ওসমান হাদির বাসায় বর্তমানে তাঁর বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন আছেন। এলাকাবাসীরদাবি হাদির মৃতদেহ যেন নলছিটিতে এনে জানাজা দেয়ার দাবি তুলেছেন। এছাড়াও
পরিবারের পক্ষ থেকে শাহবাগে শহীদ ওসমান হাদীর নামে স্মৃতিস্তম্ভ তৈরির দাবি জানানো হয়েছে।
ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে দুপুর ২ টা থেকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসুচি দিয়েছে ঝালকাঠির বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ।

ডেস্ক রিপোর্ট 























