ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি মাদ্রাসার বৃত্তি পরীক্ষায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:২১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১ বার দেখা হয়েছে

ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা–২০২৫ এ পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আটটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সই করা এক জরুরি নির্দেশনায় বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা–২০২৫ চলাকালে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে Fx-82MS, Fx-100MS, Fx-570MS, FX-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus এবং FX-991CW মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

এ ছাড়া, নির্ধারিত এসব মডেলের পাশাপাশি শিক্ষার্থীরা সাধারণ (সিম্পল) ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে নির্দেশনাটি সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের অবগতির জন্য পাঠানো হয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি মাদ্রাসার বৃত্তি পরীক্ষায়

প্রকাশিত : ০৭:২১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা–২০২৫ এ পরীক্ষার্থীদের জন্য নির্দিষ্ট আটটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সই করা এক জরুরি নির্দেশনায় বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা–২০২৫ চলাকালে পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে Fx-82MS, Fx-100MS, Fx-570MS, FX-991MS, Fx-991EX, Fx-991ES, Fx-991ES Plus এবং FX-991CW মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

এ ছাড়া, নির্ধারিত এসব মডেলের পাশাপাশি শিক্ষার্থীরা সাধারণ (সিম্পল) ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে নির্দেশনাটি সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের অবগতির জন্য পাঠানো হয়েছে।