ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

কোহলির ‘বিশ্ব রেকর্ড’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৪ বার দেখা হয়েছে

ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রমাণ করার মঞ্চ বিজয় হাজারে ট্রফিতে দারুণ ফর্মে বিরাট কোহলি। আগের ম্যাচে সেঞ্চুরির পর ফিফটি করলেন দ্বিতীয় ম্যাচে। বেঙ্গালুরুতে গুজরাটের বিপক্ষে আরেকটি ঝলমলে ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন দিল্লির তারকা ব্যাটার।

৬১ বলে ১৩ চার ও ১ ছয়ে ৭৭ রান করেছেন কোহলি। তার দল ৯ উইকেটে করেছে ২৫৪ রান। পরে গুজরাটকে ২৪৭ রানে অলআউট করতে দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন আগের ম্যাচে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক ছোঁয়া ব্যাটার।

দিল্লির এই ব্যাটার এদিন সত্তর ছাড়ানো ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন। লিস্ট এ ক্রিকেট ইতিহাসে অন্তত ৫ হাজার রান করেছেন, এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড় তার।

দীর্ঘদিন ধরে এই রেকর্ড ধরে রাখা লিজেন্ডারি অস্ট্রেলিয়ান ফিনিশার মাইকেল বেভানকে পেছনে ফেলেছেন কোহলি। বহু বছর ধরে ৫৭.৮৬ গড়ে শীর্ষে ছিলেন সাবেক অজি তারকা। কোহলির গড় দাঁড়িয়েছে ৫৭.৮৭। কোহলি ও বেভানের পরে যথাক্রমে সেরা পাঁচে আছেন ইংল্যান্ডের স্যাম হাইন (৫৭.৭৬), ভারতের চেতেশ্বর পুজারা (৫৭.০১), রুতুরাজ গায়কোয়াড় (৫৬.৬৮)। এরপর পাকিস্তানের বাবর আজম (৫৩.৮২) ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৫৩.৪৬) গড়ে ছয় ও সাতে।

১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরে আন্ধ্রার বিপক্ষে ১৩১ রানের ইনিংস খেলেন কোহলি। সবচেয়ে কম ৩৩০ ইনিংস খেলে ১৬ হাজার রানের মাইলফলক ছোঁন তিনি। এই রান করতে শচীন খেলেছিলেন ৩৯১ ইনিংস।

 

কোহলির ‘বিশ্ব রেকর্ড’

প্রকাশিত : ০৪:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে প্রমাণ করার মঞ্চ বিজয় হাজারে ট্রফিতে দারুণ ফর্মে বিরাট কোহলি। আগের ম্যাচে সেঞ্চুরির পর ফিফটি করলেন দ্বিতীয় ম্যাচে। বেঙ্গালুরুতে গুজরাটের বিপক্ষে আরেকটি ঝলমলে ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন দিল্লির তারকা ব্যাটার।

৬১ বলে ১৩ চার ও ১ ছয়ে ৭৭ রান করেছেন কোহলি। তার দল ৯ উইকেটে করেছে ২৫৪ রান। পরে গুজরাটকে ২৪৭ রানে অলআউট করতে দুটি ক্যাচ নিয়ে ম্যাচসেরা হয়েছেন আগের ম্যাচে দ্রুততম ১৬ হাজার রানের মাইলফলক ছোঁয়া ব্যাটার।

দিল্লির এই ব্যাটার এদিন সত্তর ছাড়ানো ইনিংস খেলে বিশ্ব রেকর্ড গড়েছেন। লিস্ট এ ক্রিকেট ইতিহাসে অন্তত ৫ হাজার রান করেছেন, এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড় তার।

দীর্ঘদিন ধরে এই রেকর্ড ধরে রাখা লিজেন্ডারি অস্ট্রেলিয়ান ফিনিশার মাইকেল বেভানকে পেছনে ফেলেছেন কোহলি। বহু বছর ধরে ৫৭.৮৬ গড়ে শীর্ষে ছিলেন সাবেক অজি তারকা। কোহলির গড় দাঁড়িয়েছে ৫৭.৮৭। কোহলি ও বেভানের পরে যথাক্রমে সেরা পাঁচে আছেন ইংল্যান্ডের স্যাম হাইন (৫৭.৭৬), ভারতের চেতেশ্বর পুজারা (৫৭.০১), রুতুরাজ গায়কোয়াড় (৫৬.৬৮)। এরপর পাকিস্তানের বাবর আজম (৫৩.৮২) ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৫৩.৪৬) গড়ে ছয় ও সাতে।

১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে ফিরে আন্ধ্রার বিপক্ষে ১৩১ রানের ইনিংস খেলেন কোহলি। সবচেয়ে কম ৩৩০ ইনিংস খেলে ১৬ হাজার রানের মাইলফলক ছোঁন তিনি। এই রান করতে শচীন খেলেছিলেন ৩৯১ ইনিংস।