বেনাপোল(শার্শা) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৮৫ শার্শা-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো: নুরুজ্জামান লিটন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার দুপুরে যশোর শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লিটন বলেন, বিএনপি সবসময় নির্বাচনী আচরণবিধি ও আইন মেনে চলায় বিশ্বাসী এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। তিনি দাবি করেন, এ দাবিতে গত ১৮ বছর ধরে আন্দোলন-সংগ্রামে বিএনপির চার হাজারের বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন এবং প্রায় ১ হাজার ৭০০ জন গুমের শিকার হয়েছেন। আমার বিরুদ্ধে ২৭ টি মামলা হয়েছে।

তিনি আরও বলেন, দল শতভাগ আইন মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে এবং দেশের জনগণ তাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।
এসময় আরও উপস্থিত ছিলেন-শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ,কে,এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক, মোস্তাফিজ্জোহা সেলিম
এছাড়া বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ডেস্ক রিপোর্ট 






















