ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

চুয়াডাঙ্গায় তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় টানা দুই দিন ধরে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশ ও উত্তরের হিমেল হাওয়ায় জেলাজুড়ে শীতের তীব্রতা বেড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূর্যের তাপ না থাকায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ, যারা জীবিকার তাগিদে তীব্র ঠান্ডা উপেক্ষা করেই বাইরে বের হতে বাধ্য হচ্ছেন।
ঘন কুয়াশার কারণে সকাল থেকে সড়কে দৃশ্যমানতা কমে যায়। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে ও অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়লেও কুয়াশা ঝরতে থাকায় মানুষের চলাচল সীমিত হয়ে পড়ে।তীব্র শীতের প্রভাবে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-জ্বর, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো রোগে আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। শীত থেকে বাঁচতে অনেক অসহায় মানুষকে সড়কের পাশে খরকুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করতে দেখা গেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯৫ শতাংশ। তিনি বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং চলতি মাসের শেষভাগ থেকে জানুয়ারির প্রথমার্ধে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন আশ্রয়ন প্রকল্প এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

ঢাকায় রাতে শীত আরো বাড়বে

চুয়াডাঙ্গায় তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন

প্রকাশিত : ১১:০০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
চুয়াডাঙ্গা প্রতিনিধি : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় টানা দুই দিন ধরে সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশ ও উত্তরের হিমেল হাওয়ায় জেলাজুড়ে শীতের তীব্রতা বেড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সূর্যের তাপ না থাকায় স্বাভাবিক কর্মচাঞ্চল্য ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ, যারা জীবিকার তাগিদে তীব্র ঠান্ডা উপেক্ষা করেই বাইরে বের হতে বাধ্য হচ্ছেন।
ঘন কুয়াশার কারণে সকাল থেকে সড়কে দৃশ্যমানতা কমে যায়। দুর্ঘটনা এড়াতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে ও অতিরিক্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়লেও কুয়াশা ঝরতে থাকায় মানুষের চলাচল সীমিত হয়ে পড়ে।তীব্র শীতের প্রভাবে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-জ্বর, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো রোগে আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। শীত থেকে বাঁচতে অনেক অসহায় মানুষকে সড়কের পাশে খরকুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করতে দেখা গেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯৫ শতাংশ। তিনি বলেন, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং চলতি মাসের শেষভাগ থেকে জানুয়ারির প্রথমার্ধে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন আশ্রয়ন প্রকল্প এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।