ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

৮৮টি বন মামলা প্রত্যাহার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

টাঙ্গাইল মধুপুর শালবনে বসবাসকারী প্রথাগত বনবাসীদের ৮৮টি বন মামলা প্রত্যাহার করা হয়েছ। অভিযুক্ত ৩৮৭ জনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। যার মধ্যে ২৩১ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এবং ১৫৬ জন বাঙালি।

বুধবার (৭ জানুয়ারি) সরকারি এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বন আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. মিনহাজ ফরাজী এই আদেশ দিয়েছেন।

এর আগে ৪ ডিসেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মধুপুর শালবনে বসবাস করা প্রথাগত বনবাসীদের সঙ্গে বন বিভাগের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শালবন ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেয়।

এ বিষয়টি আদালতকে অবহিত করলে আদালত বিষয়টির ওপর শুনানি শেষে এই আদেশ দিয়েছেন। শুনানিকালে মধুপুর জাতীয় উদ্যানে বসবাসরত অভিযুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা আদালতে হাজিরা দেন।

শ্রমিক কলোনিতে আগুন আশুলিয়ায়

৮৮টি বন মামলা প্রত্যাহার

প্রকাশিত : ০৮:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

টাঙ্গাইল মধুপুর শালবনে বসবাসকারী প্রথাগত বনবাসীদের ৮৮টি বন মামলা প্রত্যাহার করা হয়েছ। অভিযুক্ত ৩৮৭ জনকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। যার মধ্যে ২৩১ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এবং ১৫৬ জন বাঙালি।

বুধবার (৭ জানুয়ারি) সরকারি এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বন আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. মিনহাজ ফরাজী এই আদেশ দিয়েছেন।

এর আগে ৪ ডিসেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মধুপুর শালবনে বসবাস করা প্রথাগত বনবাসীদের সঙ্গে বন বিভাগের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে শালবন ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নেয়।

এ বিষয়টি আদালতকে অবহিত করলে আদালত বিষয়টির ওপর শুনানি শেষে এই আদেশ দিয়েছেন। শুনানিকালে মধুপুর জাতীয় উদ্যানে বসবাসরত অভিযুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা আদালতে হাজিরা দেন।