রংপুর-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল মামুনকে ঘিরে তরুণ ভোটারদের মাঝে আগ্রহ বাড়ছে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগে থাকা এই প্রার্থীকে ঘিরে স্বপ্ন বুনছেন স্থানীয় তরুণ ও যুবকরা। তারা বলছেন, চব্বিশের আকাঙ্ক্ষাকে ধারণ করে দীর্ঘদিনের অবহেলিত আসনটির উন্নয়নে যারা ভূমিকা রাখার যোগ্যতা রাখেন, তাদের একজন আল মামুন।
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রতীক বরাদ্দের আগে তরুণ ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ সাধারণ ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে পাড়া-মহল্লায়, গ্রামে-গঞ্জে, হাটে-বাজারে ছুটে বেড়াচ্ছেন এনসিপি মনোনীত এই প্রার্থী। ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন তিনি। ভোটারের সঙ্গে তিনি গণসংযোগ ও কুশল বিনিময় করছেন।
স্থানীয় সচেতন ভোটাররা বলছেন, দীর্ঘ সময় এই আসনে স্থানীয় কাউকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে পারেননি তারা। যারা নির্বাচিত হয়েছিলেন, তাদের বেশির ভাগই ছিল ভাসমান। তাদের মধ্যে গঙ্গাচড়ার মানুষের প্রতি ভালোবাসা ছিল না। এলাকার উন্নয়ন নিয়ে চিন্তা-ভাবনা ছিল না। কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়াতে এই আসনের মানুষ এবার স্থানীয় প্রার্থী থেকেই সংসদে জনপ্রতিনিধি পাঠাতে চান। এ জন্য তারা সব দলের প্রার্থীদের মধ্য থেকে শিক্ষিত, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান।

গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের নতুন ভোটার মেহেদী হাসান মিল্টন বলেন, আমরা মতো তরুণরা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। আমরা পরিবর্তন পক্ষে, দেশের গণতান্ত্রিক অগ্রগতি উন্নয়নের পক্ষে। আমাদের এই আসনে বিগত সময়ে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমরা তিস্তাপাড়ের মানুষ হিসেবে অনেক বেশি অবহেলিত। এবার এ আসনে তরুণ প্রার্থী রয়েছে। তাদের মধ্যে থেকে জুলাইকে ধারণ করে যারা দেশকে এগিয়ে নিতে কাজ করতে পারবে তাদের থেকেই আমরা জনপ্রতিনিধি চাই।
এই আসনে এনসিপির আল মামুন ছাড়াও মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) আহসানুল আরেফিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আনাস, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. মমিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মোকাররম হোসেন সুজন, গণঅধিকার পরিষদের হানিফ খান সজিব।
রংপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৮৬ হাজার ৩৯৪ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮২৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। এ আসনের মোট ভোটারের মধ্যে সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে ভোটার রয়েছে ১ লাখ ২৪ হাজার ২২৫ জন।

ডেস্ক রিপোর্ট 






















