ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

চুয়াডাঙ্গার দুই আসনে প্রার্থীদের সম্পদের হিসাব প্রকাশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দুটি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থীদের সম্পদের হিসাব প্রকাশ পেয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
চুয়াডাঙ্গা–১ আসন
চুয়াডাঙ্গা–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ। চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার বাসিন্দা। বিএ পাস এই ব্যবসায়ীর বার্ষিক আয় দেখানো হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৩৪৪ টাকা। তার মোট সম্পদের পরিমাণ ৯৮ লাখ ১৫ হাজার ৩৪৪ টাকা। তার স্ত্রী কাজী মুসাররাত তানজিলা গৃহিণী। স্ত্রীর নামে ব্যাংক হিসাবে বছরে লাভ দেখানো হয়েছে ২৭ হাজার ৩৭২ টাকা এবং নগদ অর্থ রয়েছে ১৪ লাখ ৬৪ হাজার ৬৫৫ টাকা। স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ২৮ লাখ ৪ হাজার ৫৫৯ টাকা। শরীফুজ্জামানের নামে তিনটি ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৪ লাখ ৩৪ হাজার ১১০ টাকা। নিজের নামে ১০ ভরি স্বর্ণ (উপহার হিসেবে প্রাপ্ত) এবং স্ত্রীর নামে ৪৩ ভরি স্বর্ণ রয়েছে।
এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। হলফনামা অনুযায়ী তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৫০ হাজার টাকা এবং তার মোট সম্পদের পরিমাণ ২৪ লাখ ৭০ হাজার টাকা। তার স্ত্রী ওয়াহিদা পারভীনের বার্ষিক আয় ৪ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা এবং স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৩৯ লাখ ১৬ হাজার ৬৫৮ টাকা। রাসেলের হাতে নগদ অর্থ রয়েছে ৫ লাখ ৭ হাজার ৪০৯ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ৪০৯ টাকা। তার নামে ৫ ভরি এবং স্ত্রীর নামে ১০ ভরি স্বর্ণ রয়েছে।
এনসিপি প্রার্থী চুয়াডাঙ্গা–১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মোল্লা মো. ফারুক এহসান। হলফনামায় তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২৬ লাখ ৮৩ হাজার টাকা। আলমডাঙ্গা কোর্টপাড়ার বাসিন্দা এই তরুণ প্রার্থীর জন্ম ১৯৯৬ সালের ১০ জানুয়ারি। তার শিক্ষাগত যোগ্যতা এলএলবি ও এমএলএম। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। ব্যবসা থেকে তার বার্ষিক আয় ৪ লাখ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে ২৫ লাখ ৮৩ হাজার টাকা এবং নিজের নামে রয়েছে ২০ ভরি স্বর্ণ। তার কোনো ঋণ নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
চুয়াডাঙ্গা–২ আসন
চুয়াডাঙ্গা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৮৩ কোটি ২০ লাখ ২৩ হাজার ৪৩৩ টাকা। স্নাতক (সম্মান) পাস এই ব্যবসায়ী নেতা ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখিয়েছেন ৪ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার ৬২৬ টাকা। তার স্ত্রী নার্গিসের বার্ষিক আয় ৩৯ লাখ ৩৭ হাজার ৯৪৩ টাকা এবং স্ত্রীর নামে মোট সম্পদ রয়েছে ১৬ কোটি ৮৭ লাখ ৭৬ হাজার ৯৪৫ টাকা। বাবু খানের হাতে নগদ অর্থ রয়েছে ৪ লাখ ১ হাজার ৬৪৫ টাকা। তার স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য ১১ কোটি ৬২ লাখ ৩১ হাজার ৩২০ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ৪৫ লাখ ৫৭ হাজার ৯৬২ টাকা। স্ত্রীর নামে ৫০ ভরি স্বর্ণ গচ্ছিত রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রুহুল আমিন। পেশায় আইনজীবী ও ব্যবসায়ী রুহুল আমিন ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখিয়েছেন ৮ লাখ ২ হাজার ৭৪ টাকা। তার মোট সম্পদের পরিমাণ ৮৫ লাখ ৭১ হাজার ৩৫১ টাকা। পেশায় শিক্ষক তার স্ত্রী স্বপ্না খাতুনের বার্ষিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৮৯ হাজার ১০০ টাকা এবং স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৬০ লাখ ১৪ হাজার টাকা। রুহুল আমিনের হাতে নগদ অর্থ রয়েছে ১২ লাখ ৬৮ হাজার ৩৫১ টাকা। তার স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য ১৪ লাখ ৮৫ হাজার টাকা। নিজের নামে ২৫ ভরি এবং স্ত্রীর নামে ৩০ ভরি স্বর্ণ রয়েছে।
ভোটার ও ভোটকেন্দ্র
চুয়াডাঙ্গা–১ (সদর ও আলমডাঙ্গা) আসনে স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ১৮০টি এবং ভোটকক্ষ ৯৫৪টি। মোট ভোটার ৫ লাখ ১১ হাজার ৬৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩০২ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন এবং হিজড়া ভোটার ৭ জন।
চুয়াডাঙ্গা–২ (সদর আংশিক, দামুড়হুদা ও জীবননগর) আসনে স্থায়ী ভোটকেন্দ্র ১৭৪টি এবং ভোটকক্ষ ৯৬৬টি। মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ৪৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৭১৭ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৭৩৬ জন এবং হিজড়া ভোটার ৪ জন।
জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দুই আসনে প্রার্থীদের সম্পদের হিসাব প্রকাশ

প্রকাশিত : ১০:৫৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
চুয়াডাঙ্গা প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার দুটি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থীদের সম্পদের হিসাব প্রকাশ পেয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।
চুয়াডাঙ্গা–১ আসন
চুয়াডাঙ্গা–১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ। চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার বাসিন্দা। বিএ পাস এই ব্যবসায়ীর বার্ষিক আয় দেখানো হয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৩৪৪ টাকা। তার মোট সম্পদের পরিমাণ ৯৮ লাখ ১৫ হাজার ৩৪৪ টাকা। তার স্ত্রী কাজী মুসাররাত তানজিলা গৃহিণী। স্ত্রীর নামে ব্যাংক হিসাবে বছরে লাভ দেখানো হয়েছে ২৭ হাজার ৩৭২ টাকা এবং নগদ অর্থ রয়েছে ১৪ লাখ ৬৪ হাজার ৬৫৫ টাকা। স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ২৮ লাখ ৪ হাজার ৫৫৯ টাকা। শরীফুজ্জামানের নামে তিনটি ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৪ লাখ ৩৪ হাজার ১১০ টাকা। নিজের নামে ১০ ভরি স্বর্ণ (উপহার হিসেবে প্রাপ্ত) এবং স্ত্রীর নামে ৪৩ ভরি স্বর্ণ রয়েছে।
এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। হলফনামা অনুযায়ী তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ৪ লাখ ৫০ হাজার টাকা এবং তার মোট সম্পদের পরিমাণ ২৪ লাখ ৭০ হাজার টাকা। তার স্ত্রী ওয়াহিদা পারভীনের বার্ষিক আয় ৪ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা এবং স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৩৯ লাখ ১৬ হাজার ৬৫৮ টাকা। রাসেলের হাতে নগদ অর্থ রয়েছে ৫ লাখ ৭ হাজার ৪০৯ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ৪০৯ টাকা। তার নামে ৫ ভরি এবং স্ত্রীর নামে ১০ ভরি স্বর্ণ রয়েছে।
এনসিপি প্রার্থী চুয়াডাঙ্গা–১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মোল্লা মো. ফারুক এহসান। হলফনামায় তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২৬ লাখ ৮৩ হাজার টাকা। আলমডাঙ্গা কোর্টপাড়ার বাসিন্দা এই তরুণ প্রার্থীর জন্ম ১৯৯৬ সালের ১০ জানুয়ারি। তার শিক্ষাগত যোগ্যতা এলএলবি ও এমএলএম। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। ব্যবসা থেকে তার বার্ষিক আয় ৪ লাখ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে ২৫ লাখ ৮৩ হাজার টাকা এবং নিজের নামে রয়েছে ২০ ভরি স্বর্ণ। তার কোনো ঋণ নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
চুয়াডাঙ্গা–২ আসন
চুয়াডাঙ্গা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৮৩ কোটি ২০ লাখ ২৩ হাজার ৪৩৩ টাকা। স্নাতক (সম্মান) পাস এই ব্যবসায়ী নেতা ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখিয়েছেন ৪ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার ৬২৬ টাকা। তার স্ত্রী নার্গিসের বার্ষিক আয় ৩৯ লাখ ৩৭ হাজার ৯৪৩ টাকা এবং স্ত্রীর নামে মোট সম্পদ রয়েছে ১৬ কোটি ৮৭ লাখ ৭৬ হাজার ৯৪৫ টাকা। বাবু খানের হাতে নগদ অর্থ রয়েছে ৪ লাখ ১ হাজার ৬৪৫ টাকা। তার স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য ১১ কোটি ৬২ লাখ ৩১ হাজার ৩২০ টাকা এবং স্ত্রীর নামে রয়েছে ৪৫ লাখ ৫৭ হাজার ৯৬২ টাকা। স্ত্রীর নামে ৫০ ভরি স্বর্ণ গচ্ছিত রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী রুহুল আমিন। পেশায় আইনজীবী ও ব্যবসায়ী রুহুল আমিন ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্নে বার্ষিক আয় দেখিয়েছেন ৮ লাখ ২ হাজার ৭৪ টাকা। তার মোট সম্পদের পরিমাণ ৮৫ লাখ ৭১ হাজার ৩৫১ টাকা। পেশায় শিক্ষক তার স্ত্রী স্বপ্না খাতুনের বার্ষিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৮৯ হাজার ১০০ টাকা এবং স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৬০ লাখ ১৪ হাজার টাকা। রুহুল আমিনের হাতে নগদ অর্থ রয়েছে ১২ লাখ ৬৮ হাজার ৩৫১ টাকা। তার স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য ১৪ লাখ ৮৫ হাজার টাকা। নিজের নামে ২৫ ভরি এবং স্ত্রীর নামে ৩০ ভরি স্বর্ণ রয়েছে।
ভোটার ও ভোটকেন্দ্র
চুয়াডাঙ্গা–১ (সদর ও আলমডাঙ্গা) আসনে স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে ১৮০টি এবং ভোটকক্ষ ৯৫৪টি। মোট ভোটার ৫ লাখ ১১ হাজার ৬৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩০২ জন, নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৩৪৭ জন এবং হিজড়া ভোটার ৭ জন।
চুয়াডাঙ্গা–২ (সদর আংশিক, দামুড়হুদা ও জীবননগর) আসনে স্থায়ী ভোটকেন্দ্র ১৭৪টি এবং ভোটকক্ষ ৯৬৬টি। মোট ভোটার ৪ লাখ ৯২ হাজার ৪৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৭১৭ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৭৩৬ জন এবং হিজড়া ভোটার ৪ জন।