ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নওগাঁয় শিশু সন্তানকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিলেন মা, জীবিত উদ্ধার করল পুলিশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শিশু সন্তানকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়ে থানায় হাজির মুনতাহীন নামে এক নারী । থানায় এসে তিনি নিজেকে গ্রেপ্তারের দাবি জানান । পরে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রুপসা নামে ১৬ মাস বয়সী ওই শিশুটিকে উদ্ধার করে । বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুরে এ ঘটনা ঘটে । পত্নীতলা থানার ওসি আসাদুজ্জামান জানান, বিকালের দিকে মুনতাহীন মুন নামে এক নারী থানায় এসে নিজেকে গ্রেপ্তারের দাবি জানাতে থাকে । কারণ হিসেবে তিনি বলেন, নিজ সন্তানকে ব্রিজ থেকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন ।

এ সময় তার কথা শোনামাত্র অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল ও অফিসার ইনচার্জ দ্রুত নজিপুর ব্রিজ এলাকায় ছুটে যান । সেখানে পৌঁছে আশপাশের লোকজন নিয়ে শিশুটাকে পানিতে খুঁজতে থাকেন ।এক পর্যায়ে স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে খুঁজে পান । উদ্ধার করে তাকে দ্রুত ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । সেখানে প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ হয়ে ওঠে শিশুটি । বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত আছে । ওসি আরও জানান, শিশুটির মা মানসিকভাবে অসুস্থ । এর আগেও বেশ কিছু ঘটনা ঘটিয়েছেন । এদিকে খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন । পাশাপাশি পুরুস্কৃত করেন উদ্ধারকাজে সহযোগিতা করা ব্যক্তিকে ।

জনপ্রিয় সংবাদ

শিবালয়ে হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নওগাঁয় শিশু সন্তানকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিলেন মা, জীবিত উদ্ধার করল পুলিশ

প্রকাশিত : ০৮:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় শিশু সন্তানকে ব্রিজ থেকে নদীতে ফেলে দিয়ে থানায় হাজির মুনতাহীন নামে এক নারী । থানায় এসে তিনি নিজেকে গ্রেপ্তারের দাবি জানান । পরে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে রুপসা নামে ১৬ মাস বয়সী ওই শিশুটিকে উদ্ধার করে । বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে পত্নীতলা উপজেলার নজিপুরে এ ঘটনা ঘটে । পত্নীতলা থানার ওসি আসাদুজ্জামান জানান, বিকালের দিকে মুনতাহীন মুন নামে এক নারী থানায় এসে নিজেকে গ্রেপ্তারের দাবি জানাতে থাকে । কারণ হিসেবে তিনি বলেন, নিজ সন্তানকে ব্রিজ থেকে আত্রাই নদীতে ফেলে দিয়েছেন ।

এ সময় তার কথা শোনামাত্র অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল ও অফিসার ইনচার্জ দ্রুত নজিপুর ব্রিজ এলাকায় ছুটে যান । সেখানে পৌঁছে আশপাশের লোকজন নিয়ে শিশুটাকে পানিতে খুঁজতে থাকেন ।এক পর্যায়ে স্থানীয় এক ব্যক্তি শিশুটিকে খুঁজে পান । উদ্ধার করে তাকে দ্রুত ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে । সেখানে প্রাথমিক চিকিৎসাতেই সুস্থ হয়ে ওঠে শিশুটি । বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত আছে । ওসি আরও জানান, শিশুটির মা মানসিকভাবে অসুস্থ । এর আগেও বেশ কিছু ঘটনা ঘটিয়েছেন । এদিকে খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন । পাশাপাশি পুরুস্কৃত করেন উদ্ধারকাজে সহযোগিতা করা ব্যক্তিকে ।