চুয়াডাঙ্গা প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ২০২৬ এবং জুলাই সনদ বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে একটি ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, চুয়াডাঙ্গার উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সামিউল আলম।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবুল ফজল।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের গুরুত্ব তুলে ধরে জনসাধারণের মধ্যে ব্যাপক গণসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে বিদ্যালয়ভিত্তিক মা সমাবেশ, হোম ভিজিট এবং উঠান বৈঠকের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা জোরদারের জন্য প্রধান শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়।
ওরিয়েন্টেশন কর্মশালায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের মোট ১২২ জন প্রধান শিক্ষক অংশগ্রহণ করেন।

ডেস্ক রিপোর্ট 






















